Ami Shadhinota Dekhechi

Ami Shadhinota Dekhechi

আমি স্বাধীনতা দেখেছি !

১৯৬৯’র ১৩ই ফেব্রুয়ারি পল্টন ময়দানে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে জনসভা থেকে “জেলের তালা ভাংগবো শেখ মুজিবকে আনবো” “ জালো জালো আগুন জালো ” এরপর মিছিল নিয়ে নাজিমুদ্দিন রোডের জেলখানার গেটে অবরোধের জন্য মিছিল নিয়ে রওয়ানা হতেই সচিবালয়ের পাশে জিপিও ‘র বিপরিতে রির্জাভ ফোর্স মিছিলটি বাধাদেয় এরপর সর্ষস্ত্র বাহিনীর লোকেরা কিন্তু মিছিলের অগ্রভাবে থাকা মাওলানা ভাষানীর ধাক্কা খেয়ে পথ ছাড়তেবাধ্য হয় ।তবে সচিবালয়ের সামন দিয়ে মিছিল যাওয়ার চেষ্টা করলে কাদুঁনে গ্যাস , রাবার বুলেট এরপর বুলেটের শব্দে আমি ও আমার ছোটভাই মিল্লাত দৌড়িয়ে পীর জঙ্গীমাজার মসজিদে আশ্রয় নেই , তবে অবস্থা খারাপ দেখে কিশোর ভাইকে নিয়ে শেষে ঘরে ফিরি ।

বাসায় ফিরে রেডিওর সংবাদে জানতে পারি শেখ মুজিবকে ছেড়ে দিচ্ছে , ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করলে ,২২শে ফেব্রুয়ারি শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় ,মহান নেতা মুক্তিলাভ করে সরাসরি কারাগার থেকে শহীদ মিনারে চলে যান । লোকরন্যের মাঝে তাকে আমি প্রথম শহীদ মিনারে দেখি মহান নেতাকে। ২৩শে মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের সমর্ধনায় শেখ মুজিবুর রহমান “বঙ্গবন্ধু” উপাধীতে ভুযিত হন, সেদিনের ঐতিহাসিক মুহুর্তে ও আমি উপস্থিত ছিলাম । পরদিন পত্রিকার শীর্ষ সংবাদে প্রচার হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

বিস্তারিত নিচের পিডিএফ ফাইলে দেখুন।

2011/pdf/Ami_shadhinuta_Dhekechi_471769367.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment