“মহান বিজয় দিবস ’ ২০০৮” এর শুভেচ্ছা from Bangabandhu Society of Australia
আজ থেকে ছত্রিশ বছর পূর্বে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতাকামী মুক্তি পাগল বাঙালি জাতি, শোষক ও দখলদার পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। এইদিনটিতে ৯৬ হাজার পাকিস্তানী দখলদার সৈন্য ‘মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিকট পরাজয় বরন করে নি:শ্বর্ত আত্মসমর্পনে বাধ্য হয়। তাই এইদিনটি বাঙালি জাতির নিকট যেমনি আনন্দের ঠিক তেমনি বিষাদেরও বটে।
কেননা এই আত্মসমর্পনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে “বাংলাদেশ” নামক একটি নূতন দেশের অভ্যূদয় ঘটে। অন্যদিকে নয় মাসের এই স্বাধীনতা সংগ্রামে নরপশু পাকিস্তান হানাদার বাহিনী হত্যা করে ৩০ লক্ষ নিরীহ নিরস্ত্র বাঙালিকে এবং ইজ্জত হরন করে ৩ লক্ষ বাঙালি মা বোনের। তাই এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরন করছি সেই সকল মুক্তিকামী মানুষকে যাদের জান-মাল-ইজ্জত ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর স্বাধীনতার চিহ্নিত শত্রুরা ধর্মের দোহাই দিয়ে জাতীকে স্বাধীনতার মূল্যবোধ থেকে বিচ্যুত করতে ব্যর্থ হয়। আজ স্বাধীনতা লাভের ৩৬ বছর পরও ভৌগলিক স্বাধীনতার পাশাপাশি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন হয়নি। বারবার রাজনীতিবিদদের ব্যর্থতা এবং কতিপয় দুর্নিতীবাজ লোকের কারনে এতবছর পরও সাধারন মানুষের ভাগ্যোন্নয়ন ঘটেনি এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার আজো হয়নি।
এই বছরের বিজয় দিবস বিভিন্ন কারনেই অন্যান্য বছরের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ এবং আবেদনময়ী। অনেক আকাংখিত নির্বাচন হতে যাচ্ছে এই বিজয়ের মাসেই। আমরা আশা করবো বাংলাদেশের সচেতন জনগন “স্বাধীনতার শত্রু এবং তাদের দোসরদের” ভোটের মাধ্যমে পরাজিত করে স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সহায়তা করতে সবাইকে অনুরোধ করছি।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
বিণীত
ড. নিজামউদ্দিন আহমেদ মো: রফিক উদ্দিন
সভাপতি সাধারন সম্পাদক
ফোন: ০৪৩২ ৪২৮ ৭৬৪ ফোন: ০৪১৫ ৬৭৮ ১৪৬