চলমান সময় জাফর হোসেন
পৃথিবী একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । দেশে বিদেশে নানান রকমের সমস্যার ঘনঘটা । এক দিকে অন্ন বাসস্থানের সমস্যা অন্যদিকে যুদ্ধের ডামাডোল ।
মানুশের ইতিহাস বুঝি এরকম ই সর্বকালে । ছেড়া কাথায় শুয়ে চাদ দেখার স্বপ্ন মানুশের অনাদিকালের । একপ্রান্তে মানুশ ছেড়া কাথায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করে , অন্যদিকে মিলিয়ন ডলারের রকেট চাদের মাটি ছুয়ে যায় । একদিকে দেশে দেশে খাবারের বাহুল্য , দাম নিয়ন্ত্রনের জন্য খাবার ফেলে দিতে হচ্ছে সমুদ্রে , অন্যদিকে আক্ষরিক অর্থে দুমুঠো খাবার পায়না অগনিত মানুশ । এত কিছু করেও মানুশ ক্ষুধাকে জয় করতে পারলো না , এটা বড়ই পীড়াদায়ক ।
বাংলাদেশের রাজনীতির দিকে চোখ ফেরালে দেখতে পাব সেখানে জনগনের মতামতের বিজয় হচ্ছে । জনগনের বিজয় মানেই কিন্তু মঙ্গল নয় । এসত্য বুঝেছে মার্কিন যুক্তরাশট্রের জনগন বুশকে দ্বিতীয় বারের মত রাস্ট্রপতি নির্বাচিত করে । আমাদের জনগন খালেদা হাসিনাকে চায় ।তারা ব্যাপক পরিবর্তনের বিপক্ষে । তাই বিচক্ষন বর্তমান সরকার সে ভাবেই এগুচ্ছে । তবে বর্তমান সরকারের জন্য বুদ্ধিমানের কাজ হবে নির্বাচিত সরকারের কার্জকলাপ দেখভাল করার জন্য নিশঠাবান ব্যাক্তিবর্গের সমন্বয়ে উচ্চ পর্যায়ের পরিশদ গঠন করা ।
আমাদের রাজনীতিবিদদের নুন্যতম মানসম্মান অবশিস্ট থাকলে ভবিষয়তে আমরা তাদের কাছ থেকে গঠনমুলক কার্যকলাপ আশা করবো ।
ভারতের পশ্চিম বঙ্গ থেকে টাটার যান তৈরীর কারখানা সরাতে হচ্ছে । এখানেও জনগনের বিজয় হয়েছে ।কিন্তু সুদুরপ্রসারি চিন্তা করলে বলতে হয় আসলেই কি জনগনের বিজয় হয়েছে । পৃথিবির ক্ষুদ্রতম গাড়ীর জন্মস্থানের গৌরব থেকে বঞ্ছিত হল পশ্চিম বংগ । এখানেই সঠিক নেতৃতের প্রয়োজন । যে নেতা ভবিশ্যতের কথা ভাবে , সে কখন ও ক্ষুদ্রতর স্বার্থে কোন বিতর্কিত সিদ্ধান্ত নেবে না । যে কোন বড় নেতা যা দেখতে পায় আজকে , জনগন তা দেখে পাচ বছর পর । তাই জনমতের বিরুদ্ধে অনেক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যায় মহান নেতারা । সে সব মহান নেতাকে অন্ধের মত অনুসরনেও কোন ক্ষতি হয় না ।
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ক্রমশ জটিলতর অবস্থা ধারন করছে । গত শতাব্দিতে দেখেছি সোভিয়েট ইউনিয়নের পতন । এ শতাব্দিতে দেখবো মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিনতি । পীপিলিকার পাখা উঠে মরিবার তরে । যে গাড্ডার মধ্যে দেশকে এনে ফেলেছে অর্বাচীন বুশ , তা থেকে পরিত্রানের একমাত্র রাস্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তঃরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতির আমুল পরিবর্তন করা । এই পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে ওবামা । বর্তমান আমেরিকার অর্থনীতি এবং রাজনীতির ভয়াবহ অবস্থাই ওবামার জয়ের কারন বলে গন্য হবে , এ ব্যাপারে নিশ্চিত করে বলা যায় ।
গোল্ডকোষ্ট ০৪/০৯/০৮।
zafarbabu@hotmail.com