তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে

তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে

ফজলুল বারী, মাউন্ট মাঙ্গানুই থেকে

অপেক্ষার পালা শেষ। তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে। সাদা জার্সি উঠছে বাংলাদেশের তরুন গতির রাজার গায়ে। এ কথা জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচক জানান, তাসকিনের পক্ষে ফিজিও-ট্রেনার উভয়েই সবুজ সংকেত দিয়েছেন। নিউজিল্যান্ড সফর দলের সঙ্গে থাকলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না তাসকিন। তাকে বসিয়ে দলের আরেক প্রধান বোলার রুবেল হোসেনকে সুযোগ দেয়া হয়। শুকবারও রুবেল খেলবেন দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃহস্পতিবার মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন পর্বে তাসকিনও ছিলেন। তবে তিনি ছিলেন সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে।

এতদিন হাঁটুর সমস্যায় টেস্ট খেলেননি তাসকিন। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময়ও তাই তাসকিনের কথা ভাবা হয়নি। গত দু’বছরের পরিচর্যায় টেস্টের জন্যেও তিনি এখন প্রস্তুত। এবার তিনি ফিজিও-ট্রেনারের ছাড়পত্র পেয়েছেন। বৃহস্পতিবার তাকে প্রথম লাল বলে দলের সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে অনুশীলনে দেখা গেলো। টেস্ট দলের সঙ্গে বৃহস্পতিবার অনুশীলন করেছেন অধিনায়ক মুশফিকও। অনুশীলনের মাঠের পাশে কোচ চন্ডিকা হাথুরু সিংহে সম্ভাব্য টেস্ট দল নিয়ে দীর্ঘ সময় কথা বলেন মুশফিকের সঙ্গে। আগামি ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।


Place your ads here!

Related Articles

ক্যানবেরায় – সাংসদ ডা. দিপু মনির সাথে

গত সন্ধ্যায় (মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনির (তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মদিনা সনদ ও হযরত ওমর (রা.)র সেকুলারইজম এবং তত্ত্বাবধায়ক সরকার

ভেবেছিলাম অস্ট্রেলিয়ার রাজনীতি ও প্রবাসী বাঙালী চেতনা নিয়ে এবার লিখবো। সুন্দর হেমন্তে আমরা যারা বিদেশে আছি তাঁরা কতটা বাঙালী চেতনায়

Twenty fifth march 1971

Twenty fifth march 1971 is listed as Black Day in our History. In the dark of that night, West Pakistani

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment