তারেক রহামানের নামে মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে ছাত্রদল অষ্ট্রেলিয়ার প্রতিবাদ সমাবেশ।
গত ২১েেশ এপ্রিল ২০১৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া আয়োজনে সীডনীর রকেেডলে অনুষ্ঠিত হয় তারেক রহমান ও জিয়া পরিবারের উপর সরকারের মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ। ছাত্রদল অষ্ট্রেলিয়া শাভার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হোসায়েন সারোয়ার সায়মন এর পরিচালনায় ছাত্রদল অষ্ট্রৈলিয়া ছাড়া প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন বাংলাদেশ কমিউনিটির বিিশষ্টজনেরা। টেলিকনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব ওবায়দুল হক নাছির বলেন সময় এসেছে সরকার পতনের মাধ্যমে দেশ নেত্রী বেগম জিয়ার হাতকে শক্তিশালী করে তারেক রহমানের কাছে হ্মমতা হস্তান্রের কারা , তিনি বলেন অনেক হয়েছে এখন আর বসে থাকার সময় নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াইর রহমানের ছাত্রদলের মাধ্যমে এই হাছিনা সরকারের পতন শিগ্রই আর দেশের নায়ক জনগনের সম্পদ থারেক রহমান বাংলাদেশে আসবে বীরের বেশে। তিনি বর্হিবিশ্বে সকল দেশকে একসাথে কাজ কারার আহবান জানিয়ে বলেন, এই জাহেলী সরকারের বিরুদ্ধে ছাত্রদল অষ্ট্রেলিয়ার এই আন্দেল সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
বিশেষ বক্তার বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক জনাব আরেফিন বায়েজিদ বলেন, হামলা মামলা দিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবেনা। জয় আমাদের ধারপ্রান্তে, দেশের নায়ক, গনতন্ত্রের নায়ক ১৬ কোটি বাংলাদেশীর অহংকার ছাত্রদলের পথপদর্শক জনাব তারেক রহমানের ভয়ে হাছিনা সরকার পাগল হয়ে এখন পাগলামী শুরু করেছে। তারেক রহামান দেশে আসলে এই আওয়ামী রূপী সন্ত্রাসী দলের স্থান হবে ভারতে। তাই যাথাশিগ্রই সমস্ত মিথ্যা মামলা পত্যাহারের প্রতিবাদ জানান।
এই সময় আর ও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া শাখার সিঃ সহ সভাপতি মোঃ শাকিল আহমেদ, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন সারোয়ার , সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিন হোসেন ছিদ্দীকি সহ -সভাপতি মোঃ ছাইদুর রহমান, নাদিম হোছেন আšর্তজাতিক বিষয়ক সম্পাদক আছিফুল ইসলাম রিসাব , শাওন, রোমান এনসডব্লিউ ছাত্রদলের সভাপতি সাদী মোহাম্মদ , লেকেম্বা ছাত্রদলের সভাপতি সাব্বির চৈধুরী, রকডেল – কোগরাহ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সিডনী ইউনির্ভসিটির ছাত্রদলের সভাপতি শাওনেয়াজ শাহন প্রমুখ।