তিব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল অষ্ট্রেলিয়া

তিব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল অষ্ট্রেলিয়া

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলার ও ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলার তিব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল অষ্ট্রেলিয়া
ইনায়েত মঝুমদার , সিডনী থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদীছাত্রদল অস্ট্রেলিয়াশাখার নেতৃবিৃন্দ গত ৪ অক্টোবর ২০১২ ছাত্রদল অস্ট্রেলিয়ার ১৮৯ প্রিন্সেস হাইওয়ে কার্সালয়ে এক প্রাতবাদ সভা আয়োজন করে । ছাত্রদল অষ্ট্রেলিয়ার সভাপতি মো: রাশেদুলইসলাম রাজুর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় আর ও উপস্থি ছিলেন সাধারনসম্পাদক মো হোসায়ন সারোয়ার সায়মন, সি:সহসভাপতিশাকিলআহমেদ , সহসভাপতিসাইদুররহমান , আবদল্লা আল মামুন, আওলাদ হোসেন প্রিন্স,সহ সংগঠনিক সম্পাদক তানজিন হাছান ছিদ্দিকি, আবু নাছের, সহ যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, নাদিম হোসেন, দফতর সম্পদক পারভেজ মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আনজুমারা আন্নী, শরিফ হোছেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশিফুল ইসলাম রিসাব প্রমুখ। ছাত্রদল অষ্ট্রেলিয়ার সভাপতি রাশেদুল ইসলাম রাজু বলেন, বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পুলিশের হামলার লহ্মন বাংলাদেশর গনতন্ত্রের এক কালো ছায়া। তিনি বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে আন্দেলন করার আর বর্তমানে দেশের ভিতরে যে আওয়ামী পুলিশ রূপে সন্ত্রাসী বের হয়েছে তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলই যথেষ্ট। জনাব রাজু এই হামলার তিব্র নিন্দা জানিয়ে বলেন ছাত্রদল অষ্ট্রেলিয়া প্রতটি হামলার জবাব দিবে আাগামী দিনে তখন স্বৈর হাছিনা পালানোর সুযোগ পাবে না যতদ্রুত সম্ভব সভাপতি আবদুল কাদের ভ’ইয়া , ঢাকা বশ্বিবদ্যিালয় শাখার সভাপতি মহদিুল হাসানস ছাত্রদলরে সাবকে সভাপতি আজজিুল বারী, যুবদলরে সভাপতি মোয়াজ্জমে হোসনে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বচ্ছোসবেক দলরে সভাপতি হাববি-উন-নবী খান ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী, সকলের মামলা পত্যাহার করতে হবে । সাধারন সম্পাদক হোসাইন সারোয়ার সায়মন বলেন, বিএনপির উপর সৈর হাছিনার অত্যাচার যত বাড়বে জনগনকে নিয়ে আন্দোলন আর ও তিব্র হবে, বাংলার মাটিতে এমন আন্দেলন হবে হাছিনা সরকার ভারতে গিয়ে পালানোর সুযোগ পাবেনা।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment