ভুল গুলো
আজ খুব ইচ্ছে হচ্ছে একটা চিঠি
পাঠাই তোমার ডাকবাক্সে।
তুমি জিজ্ঞেস করলেই
সোজা সাপটা জবাব হবে ,দুঃখিত ভুল
হয়ে গেছে ঠিকানা।
অথচ আমরা দুজনেই জানবো
বসন্ত বৃষ্টির মতোই ধ্রুব ওই চিঠি খানা।
খুব ভোরে কোনো এক অচেনা নম্বর থেকে
ফোন দেব তোমার ফোনে।
অসম্ভব বিরক্ত হয়ে তুমি বলবে কে ?
আমি একটু চুপ থেকে বলবো
দুঃখিত ভুল নম্বরে ফোন করেছি।
অথচ আমরা দুজনেই জানবো।
কতটা অপারগতায় একটা ভুল ফোন আসে।
একদিন হুট্ করে তোমার বাসার সামনে
আমার রিকশা নষ্ট হবে
তোমার অফিস যাবার সময়।
আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে
কোন যানবাহন না পেয়ে অনিচ্ছাকৃত
তোমার মোটরসাইকেলের পেছনে বসবো চেপে।
কিন্তু আমরা দুজনেই জানবো
ঐটুকু ছোঁয়া কি ভীষণ কাঙ্ক্ষিত ছিল।
প্রত্যাশিত তোমার জন্য ,
আমি ক্রমাগত ভুল করতে থাকবো।
আমার কোন ভুলে তুমি খুশী হবে ,
কোনো ভুলে লাজুক ,কোনটা তোমাকে
কষ্ট দেবে , কোনটাতে তুমি বিরক্ত ভীষণ।
তবু ভুলভাল জীবনটা অতিক্রান্ত হবে
শুধু একটা তোমার জন্যই
Related Articles
টের পাওনি
জগৎ টা কাউকে নিয়ে সাজাতে বলছো? জগৎ টা যে তুমি নিয়ে গেছো, টের পাওনি! নিথর দেহ টা কে বিক্রি করে
কৃষ্ণ পক্ষে উঠে চাঁদ
কৃষ্ণ পক্ষে উঠে চাঁদ লক্ষ্মণ ভাণ্ডারী কৃষ্ণ পক্ষে উঠে চাঁদ সুনীল গগনে, ভুলিতে না পারি রূপ হেরিয়া নয়নে। কোটি
নতুন সকালের সন্ধানে
মাটির প্রদীপ ও আকাশের চাঁদ সাঁঝের বেলা কথা কয়, মাটির প্রদীপ নিভে গেলে পরে চাঁদ শুধু জেগে রয়। তুলসীতলায় জ্বলে