ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা চর্চা এবং সংস্কৃতি প্রসারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উৎযাপনে স্কুল সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আয়োজিত এ ধরনের মিলনমেলা বন্ধুত্ব, সৌহার্দ্য, সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতার মানসিকতা সৃষ্টি করে বলে বাংলা স্কুল বিশ্বাস করে। আর তাই প্রতিবছরের মত এবারও আয়োজন করা হয়েছিল ঈদ পুনর্মিলনী।
গত ২৫শ আগস্ট রবিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই পুনর্মিলনীতে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্কুলের কার্যকরী কমিটির সদস্য এবং স্কুলের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। রবিবারের নিয়মিত ক্লাস শেষে সবাই ঈদ পুনর্মিলনী মধ্যাহ্ন ভোজে যোগ দেয়। দুপুরের খাবারের পূর্বে গত পিঠা উৎসবে সর্বাত্মক সহযোগিতার জন্য সবাইকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত ৪ঠা আগস্ট আয়োজিত এবারের পিঠা উৎসব সবার মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।
দুপুরের ভোজ পর্ব শেষে স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে অভিভাবক সাহিল খান সজীব এবং অভিভাবক আহমেদ চৌধুরীর জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।
উল্লেখ করা প্রয়োজন ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
Kazi Ashfaq Rahman
ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।
Related Articles
শ্রীমঙ্গলে পাহাড়ের কোলে পাঁচতারা ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এ্যান্ড গলফ’ এর রাজকীয় উদ্বোধন
রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে আজ ২৫ ডিসেম্বর ২০১৩, বুধবার, আনুষ্ঠানিক যাত্রা শুরম্ন করল চা-বাগান, ঝর্ণা আর বনভূমির আদর লালিত নয়নাভিরাম
BASSA facebook site is ready for access
Dear BASSA Members , We are very happy to announce that BASSA face book is ready to get access for