by Kazi Ashfaq Rahman | August 26, 2019 8:26 am
ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা চর্চা এবং সংস্কৃতি প্রসারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উৎযাপনে স্কুল সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আয়োজিত এ ধরনের মিলনমেলা বন্ধুত্ব, সৌহার্দ্য, সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতার মানসিকতা সৃষ্টি করে বলে বাংলা স্কুল বিশ্বাস করে। আর তাই প্রতিবছরের মত এবারও আয়োজন করা হয়েছিল ঈদ পুনর্মিলনী।
গত ২৫শ আগস্ট রবিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই পুনর্মিলনীতে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্কুলের কার্যকরী কমিটির সদস্য এবং স্কুলের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। রবিবারের নিয়মিত ক্লাস শেষে সবাই ঈদ পুনর্মিলনী মধ্যাহ্ন ভোজে যোগ দেয়। দুপুরের খাবারের পূর্বে গত পিঠা উৎসবে সর্বাত্মক সহযোগিতার জন্য সবাইকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত ৪ঠা আগস্ট আয়োজিত এবারের পিঠা উৎসব সবার মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।
দুপুরের ভোজ পর্ব শেষে স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে অভিভাবক সাহিল খান সজীব এবং অভিভাবক আহমেদ চৌধুরীর জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।
উল্লেখ করা প্রয়োজন ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2019/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-9/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.