ত্রিবেণী সিন্ধুর জলে উড়ে যায় উত্তরীয় তোমার— চিৎকারের শব্দে ওড়ে বাদুর; আকুল সুখে বাঁচাও… বাঁচাও… (বাতাসে ওড়ে কর্পূর! কিন্নরী তৈরি করে নুন! কোমরের খাঁজে শিমুল তুলোর লোভ!) খুব কামাতুর তুলাচাষী জানে ভাল : কত হাল্কা, কত নমনীয়, কত ক্ষার, কত