আমার গাঁয়ের মুক্ত গগনে

আমার গাঁয়ের মুক্ত গগনে লক্ষ্মণ ভাণ্ডারী   আমার গাঁয়ের মুক্ত গগনে পাখি উড়ে ডানা মেলে, আমার গাঁয়ে বটের ছায়ায় ছোট ছোট শিশু খেলে।   আমার গাঁয়ে নদীর ঘাটে বক ওড়ে সারি সারি, কলসী কাঁখে মেয়েরা সব জল নিয়ে যায় বাড়ি।

Read More