ও জননী তোর তরে মোর কলম কেন বিষাদ লেখে অশ্রুভেজা মলিন বদন অবাক চোখে চেয়ে দেখে কেউ করে না তোর তরে মা সযতনে আপন ভেবে তবুও তুই হাসিস মা রে দুঃখ শত বক্ষে চেপে যতই থাকি দূরে তোরই চরণতলে ঠেকাই