চাঁদ নেই রাতের আকাশে, মরে গেছে জোছনা, সারারাত ধরে শুনি শুধু, ঝিঁঝিঁ পোকার কান্না। জোনাকিরা সারারাত জ্বলে গাছে নিয়ে বাতি। অমানিশার আঁধারে কাঁদে সেই মায়াবী রাতি। দুর্যোগ ভরা আঁধার রাতি আকাশ হয়েছে কালো, অম্বরে অম্বরে গরজে মেঘ, জ্বলিছে অশনি আলো।
Read More