গাঁয়ের পথে চলতে গেলেই পায়ে লাগে লাল ধূলো, গাঁয়ের পথে ঘেউ ঘেউ করে পাড়ার কুকুর গুলো। গাঁয়ের পথে উড়িয়ে ধূলো দৌড়ে চলে গোরুর গাড়ি, ক্যাঁচ কোঁচ্ কোচ শব্দ করে চাকা দুটো ডাক ছাড়ি। গাঁয়ের পথে মিনিবাস চলে আসে বহু যাত্রী