Mukto Chinta

Mukto Chinta

মুক্তচিন্তা

ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে বিএনপিকে কিছু প্রশ্ন

প্রবাদ বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে রাজনীতিও ঠিক ঢেঁকির মতো আনন্দউৎসবে, শোকেদুঃখে এমন কোনো বিষয় কিংবা দিনক্ষণ নেই যে, রাজনীতি থাকে না পাকিস্তানি আমল থেকে বাংলাদেশ আমল, যখনই সেনাকর্তারা ক্ষমতা দখল করেছে তখনই পরিহাসের মতো রাজনীতিকে করেছে নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ করলেই কি রাজনীতি নাই হয়েছে বরং আরো বেশি করে জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেছে রাজনীতি রাজনীতি তাই কোনো উৎসব মানে না প্রতিবারই ঈদরোজা পুজো কিংবা নববর্ষ পালনে হয় রাজনীতি রাষ্ট্র সমাজ জীবনের পরিস্থিতি অনুযায়ী কোনো সময় হয় বেশি আবার কোনো সময় হয় কম এবারে বেশ বেশিই হলো মাত্রা ছাড়িয়ে গেলো বোধকরি দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদের দুই দিন আগে হরতাল পর্যন্ত হলো অতীতে জাতির ওপর দিয়ে কতোই না দুর্যোগ গেছে, আন্দোলনসংগ্রামের দেশ আমাদের; কিন্তু কোনো সময় উৎসবকে বাধাগ্রস্ত করে হরতাল হয়নি কিন্তু এবারে হরতালও আহ্বান করা হলো ইস্যু কিন্তু কোনো জনজীবনের বা জাতীয় নয় একান্তই ব্যক্তিগত ইস্যু দেশের বিরোধীদলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী দুর্নীতি মামলার আসামি জামিনে প্রবাসী তারেককোকোর মা < /span>খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি হচ্ছে এবারের ঈদের রাজনীতির ইস্যু

এই ইস্যুতে হরতাল হয়ে জন দুর্ভোগ যতোটা বেড়েছে, ঠিক বোধকরি পাল্লা দিয়ে ততোই উঠেছে প্রশ্ন প্রশ্ন তুলেছেন বেগম খালেদা জিয়া বিএনপি, সরকার সরকারি দল আওয়ামী লীগ বিএনপিপন্থী আওয়ামী লীগপন্থী সুশীল সমাজ থেকে শুরু করে নিরপেক্ষ দাবিদার সুশীল সমাজ এই ইস্যুতে নানা প্রশ্ন তুলে নানা দিক থেকে আলোচনাসমালোচনা করেছেন ঈদোৎসবের মধ্যেও হয়েছে টক শো আগেপরে চলছে পত্রিকায় লেখালেখি বিরোধীদলীয় নেত্রী বাড়ির জন্য কেঁদেছেন ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেশির ভাগ সময় তিনি বিষণœ চুপচাপ থেকেছেন ঈদে মায়ের কাছে দোয়া চেয়ে তারেক রহমান মা খালেদা জিয়াকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন এদিকে মা খালেদা জিয়া ছেলেকে বাড়ির জন্য স্মৃতির আবেগে তাড়িত হয়ে স্বাস্থ্যের ক্ষতি না করতে উপদেশ দিয়েছেন বাস্তবে ঈদের দিনগুলোতে সব বিষয় ছাড়িয়ে বাড়ি ইস্যুতে আলোচনা তর্কবিতর্কের অঙ্গন মুখরিত থেকেছে ঈদুল আজহা হচ্ছে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল এক ধর্মীয় উৎসব কিন্তু জাতির দুর্ভাগ্য বলতে হবে, ত্যাগ নয় বাড়িসম্পত্তির ভোগদখলই হয়ে উঠলো ঈদের দিনগুলোতে আলোচনার প্রধান ইস্যু ঈদ শেষে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এখন ভোগ নাকি ত্যাগ হবে রাজনীতির গতিধারা নির্ধারক ইস্যু জনগণ নিঃসন্দেহে চায়, রাজনীতিবিদদের ভোগ নয়, ত্যাগ জনগণের এই চাওয়াকে বাস্তবে রূপ দিতে হলে এখন এই মুহূর্তে ক্যান্টনম্যান্টের বাড়ি নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর সদুত্তর পাওয়া জরুরি ক্ষুদ্র কলামে সেই চেষ্টাই করা হলো

বিস্তারিত পড়ুন নিচের পিডিএফ ফাইলে।

Link requested by Anim Rahman | Source at http://www.bhorerkagoj.net/content/2010/11/23/news0345.php

pdf/2010/mukto_chinta_781424343.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment