মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি পাচ্ছেন ২৬ বিদেশি
হুমায়ুন কবির খোকন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানেন জন্য ২৬ বিদেশি নাগরিককে সম্মাননা দেবে সরকার। আগামী সোমবার মন্ত্রিসভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। ইতিমধ্যে তাদের একটি তালিকা তৈরি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে।
এদের মধ্যে স্বাধীনতা দিবসে সম্মাননা দেয়া হবে দেয়া হবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন, প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর, জেনারেল জে এফ আর জেকব, যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লে. জেনারেল জগজিৎ সিং অরোরাকে ।
বাকি ২০ জনকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে। তারা হলেন, যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডি, লন্ডনে ভারতের সাবেক হাইকমিশনার আপা পান্থ, পাকিস্তানের সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আজগর খান, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান, ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট, যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর, পাকিস্তানের কবি ও সাংবাদিক আহমেদ সালিম, সোভিয়েত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এডমিরাল জুয়েনকো, নেপালের প্রেসিডেন্ট রামবরণ জাদব, ভারতের কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর, সলীল চৌধুরী, গোবিন্দ হালদার, মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান। এদের মধ্যে মধ্যে যারা প্রয়াত তাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হবে।