আকাশে উড়বে হাবিবের বিমান

আকাশে উড়বে হাবিবের বিমান

আকাশে উড়বে দেশে তৈরি বিমান, তার নিজের তৈরি বিমান। এ স্বপ্ন কিশোরগঞ্জের হাবিবুর রহমানের। স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে শহরের গাইটাল এলাকার সৌদি প্রবাসী হাফিজ উদ্দিনের ছেলে মো. হাবিবুর রহমান (২৫)। ফোকাস বাংলা নিউজ

কিশোরগঞ্জ ভোকেশনাল থেকে এসএসসি পাস করার পর পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক কারণে গুরুদয়াল সরকারি কলেজ থেকে হাবিব ২০০৩ সালে এইচএসসি পাস করে। টেকনিক্যালে ভর্তি হতে না পেরে তার মাথায় ঢুকে আবিষ্কারের নেশা। পরিকল্পনা করে একটি বিমান বানানোর। প্রায় দুই বছর আগে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। দুই আসনের একটি বিমান তৈরির কাজে হাত দেয় সে। প্রথমে ছোট আকারের মডেল তৈরি করে পরীক্ষামূলক উড্ডয়নের চেষ্টা করে এবং সফল হয়। এরপর থেকে নীরবে-নিভৃতে শুরু হয় বিমান তৈরির কাজ।
হাবিব জানায়, কোনো বিমানের নকশা না দেখে সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনায় সে বিমানটি তৈরি করছে। এ বিমান তৈরি সফল হলে এয়ার ব্রেকের মাধ্যমে খুবই ছোট রানওয়েতে তা ওঠানামা করানো যাবে। তার পরীক্ষা সফল হলে স্বাভাবিক খরচের চার ভাগের এক ভাগ টাকা দিয়ে এ দেশেই যাত্রীবাহী বড় আকারের বিমান তৈরি করা সম্ভব হবে। ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী বড় দুই আসনের বিমান তৈরির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে।

হাবিব জানায়, বাকি কাজ অল্প দিনের মধ্যেই শেষ হলে আকাশে উড়বে তার স্বপ্নের বিমান।

এদিকে বিমান তৈরির কথা জানাজানি হলে শহর ও তার আশপাশের উপজেলা থেকে হাজার হাজার লোক ছুটে আসছে হাবিবের তৈরি বিমানটিকে এক নজর দেখার জন্য। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।

original source


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment