নরেন্দ্রের প্রতি
লক্ষ্য যদি হয় কারো স্থির নিখাদ
কর্মে না থাকে যদি ক্লান্তি অবসাদ
পূর্ণ তবে হয় তার সেই আহ্লাদ
যত না বলুক তাহে উচ্চাভিলাষ।
নরেন্দ্র তুমি, এ’র যথার্থ প্রমাণ
চা বিক্রেতা হ’তে, তুমি আজ হয়েছ
ভারতের নির্বাচিত মন্ত্রী প্রধান।
মর্ত্যলোকে নন্দিত, না নিন্দিত হবে
সে তব, নিতান্তই নিজস্ব ব্যাপার।
ভুলো না দৃষ্টান্ত তবে দুই নেতার
যারা এনেছে স্বাধীনতা দু’দেশের
জীবন করিয়া বিপন্ন নিজেদের।
নমস্য ম্যানডেলা ও শেখ মুজিবর
ত্যাগ ও তেজে তাঁরা উভয়ে সমান,
পরিমিতি জ্ঞানের শুধু বেবধান।
স্থান কাল ও পাত্রের করে বিচার
একজন দমিয়াছে অগ্রযাত্রার।
বসবাস তাঁদের তাই ভিন্নতর
বিশেষতঃ জ্ঞানীর হৃদয় মাঝার।
বুদ্ধ-নীতি অপরিহার্য সর্বকালে
শান্তি আনিবে যদি বিনা রক্তপাতে।
শেষ যা করেনি নেহেরু জওহর
তুমি কি পারো না তা? ভাবো একবার।
তোমার রয়েছে শক্তি লোকসভাতে
কার্যকর কর তা ধীর পদক্ষেপে।
যুক্ত করো নব ধারা বিভিন্ন খাতে
কেন্দ্র করি, শুধু সাধু সরলতাকে।
তুমি হে ভবিষ্যৎ ভারত-লিঙ্কন
লহ জনগনমন অভিনন্দন।
অর্জন করো পুণ্যশক্তি নানা কাজে
বহে যাতে হিত ও সুখ বহুজনে।