Eid Er Kobita – Abed Chaudhury
Print this article
Font size -16+
ঈদের কবিতা – আবেদ চৌধুরী
সেহ্রী রাতের অমাবশ্যায় জ্বলে উঠা অলৌকিক তারা;
শেষ আকাশ অন্ধকারে তৈরি করে আনন্দের চাঁদ ।
তুমি কি আমার সেই রুপালি রাতের খসে পড়া তারাদের প্রতিশ্রুতি
সেমাই গন্ধে ভরা ভোর;
তুমি কি আমার সেই ঈদ ?
জরির ফিতায় রাঙ্গা ভোরে
এখনো স্মৃতির ছায়া প্রতিটি সুপারি গাছ ।
অথৈ দীঘির জলে ভেসে উঠা ডান কানা মাছ,
তুমুল আনন্দ ভরা বাশবনে গুড্ডির সুতা,
তুমি কি আমার সেই রমজান নিঃসৃত ভোর,
সোনালি দিনের আলো ;
অলৌকিক আনন্দের ঈদ ।
অঘ্রানের ধান কাটা মাঠে
কিষাণেরা বানিয়েছে পথ;
রুপালি চাঁদের ছায়া ভোর
নামাযের নামে মাটির ভুমিতে দাঁড়িয়েছে মানুষেরা সারি সারি,
প্রকৃতির হাত ধরে চাঁদের কসম খাওয়া দিনে,
তুমি কি আমার সেই আবেগের ধর্ম ক্ষ্ন,
সত্তার ঈশ্বর ছোঁয়া ঈদ ?
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!