From 21 to 71
আমাদের জাতিসত্বার সংগ্রাম ,২১ থেকে ৭১
১৯৪৯শে, বাংলায় এসে পাকিস্তানি জিন্নাহ বলেছিলেন । state language should be Urdu and Urdu.
***
পাক বাহিনীর দালালেরা ধরবে দেশের হাল !
উর্দুহবে রাষ্ট্রভাষা ।- আমরাকি তবে , পাল ?
***
না! না ! করে প্রতিবাদে উঠল যে সেই ঢেউ !
রুখতে কেউ পারবেনা যে, বুঝেনি তা কেউ !
***
সেদিন প্রভাতের সূর্যছিল রক্ত লালের আগুন ।
বাংলা তারিখ ছিল সেদিন ১৩৫৮জ্ঞর ৮ই ফাগুন !
১৯৫২জ্ঞর ২১ শে ফেব্র²য়ারি ধরে ,গাথাঁ হয় গান ,
ঘুমন্ত বাঙালী জেগে, দিতে থাকে প্রাণ !
***
শুর² হয় রক্ষা করা, নিজের অভিধান !
বাংলা আমার মায়ের ভাষা ,বাংলা আমার গান !
প্রয়োজনে ঢেলে দেব রক্ত না হয় প্রান ।
***
পাকিস্তানি জংলী দানব ,ক্ষেঁেপ উঠে জেনে !
জিন্নাহ-নাজিমুদ্দিনেরা সুধায় , নাওনা দাবি মেনে ।
মাহাযা যালিকা কত মধুর ভাষা ,
বাংলার কোন কদর নেই উর্দুটাই খাসা !
***
বীর বাঙালী লাথি মারে , উর্দেুাওয়ালার পাছায় ,
মেকুর দালাল আধো বাঙালীর খুমটি ধরে নাচায় ।
***
পাক বাহিনী বুঝে গেল এবার রক্ষা নাই,
তলপি-তলপা নিয়ে এবার চল জান বাচাঁই !
এমনি করে ৫২থেকে ৭১ এল ,
নিরর্স্ত্র জনতা সষর্স্ত্র হলো ।
***
যুদ্ধ যখন শুরু হল বিদায় পাকিস্তান,
আধা গেল ঘরে ফিরে বাকি গোরস্তান ।
***
বিশ্বব্যপি জেনে গেল পাক সেনাদের কাহিনী ।
৫২থেকে ৭১জ্ঞর বিশ্বসেরা, বংগশার্দুল বাহিনী ।
***
ইদানিং আবার মাথা তুলেছে বিশ্বাস ঘাতকের দল ।
সামনে আছে কথার ঝুড়ি , পেছনে , মাানুষ মারার কল ।
***
পালিয়ে থাকা আধো বাঙালী পাকসেনাদের দালাল ,
এখন আবার ফিরে ঘরে ,হারাম করছে হালাল !
***
এমন জাতের পোষ্য দালাল পেলে কেহ ভাই ,
উচিত শিক্ষা দিবেন তাদের , বলার কিছু নাই ।
*******
হারুন রশীদ আজাদ (সিডনি থেকে) azad.banglamedia@gmail.com