তোর চিঠি…..

তোর চিঠি…..

তোর চিঠি পেলাম
জানতে চেয়েছিস কেমন আছি,
ভালই আছি
প্রচন্ড শীতের দাপটে
গৃহবন্দী জীবন কাটাচ্ছি।

তুই লিখেছিস, দেশে এখন ফাগুনের উৎসব
ফাগুন হাওয়ায় লাল গোলাপের
শুভেচ্ছা পাঠিয়েছিস।
হৃদয়ের একরাশ ভালবাসা দিয়ে
গ্রহন করলাম তোর শুভেচ্ছা।

এখানে এখন শীতের মওসুম,
কিন্তু প্রেক্ষাপট ভিন্নতর
এ দেশে হিমেল হাওয়ায়
মৃদু শিহরন জাগিয়ে
ঝির ঝির উত্তুরে হাওয়ায় ভর করে
শীত নেমে আসেনা।

শীত আসে কনকনে ঠান্ডা বাতাস
আর ঝুর ঝুরে বরফের বৃষ্টি নিয়ে
নিমেষে সাদা বরফে ঢেকে যায় চারিদিক।
এখানে এখন তাই চারদিকে শুধুই
জমাট বাধা তুষারের শুভ্রতা।

আমার নষ্টালজিক মনটিতে
তোর চিঠি যেন একরাশ
ভাল লাগার আবেশ ছড়িয়ে দিল।
ফাগুন হাওয়ায় হাওয়ায় পাখনা মেলে
এই মন যেন অচিন পাখী হয়ে
উড়ে গেল বাংলার আকাশে……

মনের আয়নায় স্মৃতির পশরা সাজিয়ে
পিছু ফিরে দেখলাম, হলুদ গাঁদা ফুল
আর লাল গোলাপের পাপড়িগুলি
একাকার হয়ে উড়ে বেড়াচ্ছে আমার স্বপ্নের আঈিনায়।

লাল গোলাপ নয়, হলুদ গাঁদার ফুলও নয়
শ্বেত শুভ্র বরফের মত মালিন্যমুক্ত
শুধু একরাশ ভালবাসা
পাঠালাম তোর জন্য……..।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment