Jadu-Madhu Hatta
Print this article
Font size -16+
যাদু-মধুর হাট্টা
নজরুল ইসলাম হাববিী
তুমি যদি হও ভাই ছাত্র
নতুবা কোন রকম ছাত্রী,
ধরাকে সরা জ্ঞান করিয়া
পাল্টাতে পারো দিন রাত্রি।
আদায় হয় সব কিছু লাঠিতে
সমস্ত দাবী এবং দাওয়া,
সব হবে সহজেই বন্ধু
সুন্দর গাড়ি-বাড়ি পাওয়া।
ছবি যাবে টিভি আর বেতারে
রাতারাতি হবে নেতা এম পি,
দেশে হবে রক্তের বন্যা
উঠিবেই ধরাতল কম্পি’।
পড়ো আর নাহি পড়ো পুস্তক
সাহিত্য, গনিত বা দর্শন,
ভোলা যায় জীবনের নীতি-বোধ
করা যায় শত নারী ধর্ষণ।
পি এইচ ডি করা যায় অর্থে
নোবেলও পেতে পার চাইলে
স্পাইসে চড়া যায় সহজে
দেশদ্রোহী সঙ্গিত গাইলে।
বুভুক্ষ জনতার কান্না
ম্লান হবে চামচার তালিতে,
তোমাদের বাড়ি হবে লন্ডন,
জনতা পচে বানে-বালিতে।
১৪.০৮.’০১ ইংরেজী, লন্ডন।
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!