একটি কবিতার জন্য অপেক্ষা
কবিতা শোনার এক সুখময় অনুভুতি নিয়ে
কেটেছে সারারাত-
কি কবিতা শোনোবে তুমি?
কি থাকবে তোমার কবিতাতে?
তোমার কবিতায় আমার ভালবাসার কখা থাকবে কী?
কবিতা লিখবে বলে তুমি সারারাত জেগেছো-
আমার জন্যে তোমার এক বিনিদ্র রজনী
আমার জন্য তোমার কবিতা লেখা
এ এক মধুর অনুভুতি কবি তুমি আমাকে দিলে।
তোমার সৃজনী চেষ্টা আমার উৎকন্ঠায় কি বিচলিত হয়েছিল?
কবি তোমার আজকের কবিতা আমাদের সন্তান
কবি আমি আজ বুঝতে পারি কবিতা লেখার কষ্ট।
কবি তোমার কবিতায় আমি স্পর্শ করি তোমাকে
তোমার গন্ধভরা বুকটাকে পেয়ে যাই অনেক কাছে-
কবি তোমার কবিতার অমৃত সুধা পান করতে করতে
প্রগাঢ় অথচ ফুর ফুরে প্রশান্তিতে ঘুমিয়ে পড়ি।
কবি তুমি লিখে যাও, যত পার লিখে যাও-
কবি তোমার কবিতা হোক সুমুদ্রের মত গহীন
যেখানে ডুব দিয়ে আমার অনন্ত সুখ
কবি তোমার কবিতা আমার আগামী দিনে স্বপ্ন
আমার বেচেঁ থাকার সম্পদ
কবি তোমার কবিতায় আমার অমরত্ব
কবি আমাকে কবিতা দাও-
কবি তোমাকে শুভেচ্ছা।