ঢাকার ইলেকট্রা – ডঃ খায়রুল হক চৌধূরী

ঢাকার ইলেকট্রা – ডঃ খায়রুল হক চৌধূরী

এই নভেম্বরে এসে আমরা সবাই অশান্ত

দীঘর্ পথ-পরিক্রমায়;

তোমার সাথে আমরা এই বিশাল জনপদের বাসিন্ধারা।

আর কিছু নয়, একটু আশা

এই দীর্ঘ কলংকিত consciousness এর চাই অবসান।

তোমার পিতাকে হারানো দুঃখবোধের নেই কোন private space

ধানমন্ডি, সংসদভবন, নীল-আকাশ, উষন-দিন, জনাকীনর্ রাজপথ বা

মহানগরী ঢাকা –

মনে হয় কোথাও কোন private space নেই;

যেখানে তোমার হূদয়ের রক্তক্ষরণকে বাহিরে নিয়ে আসতে পার!

কোন বিস্ময়ের নেই কোন অবকাশ

পিতার খুনী গ্রেহাউন্ডরা

তাদের প্রভূর অনুকুলে লেজ নেড়ে

লকলকে জিহবা নিয়ে

তোমাকেও খুন করতে উদ্দত।

গ্রেহাউন্ডরা তাদের প্রভূর আদেশে জাতিকে আবারও জিম্মি করতে চায়।

পিতৃহত্যার আসামী জানোয়ারদের মানবিক এবং সভ্য বিচারের জন্য আমরা এত দিন

অপেক্ষা করেছি।

তোমার সাথে আমরা আশা করব সেই উরদী পরা সংগীনধারী জন্তুদের মানবিক ব্যবহারে হবে

তাদের পশুসুলভ আচরনের অবসান।

তাইতো তুমি সাধন করতে ব্রতী; ঢাকার ইলেকট্রা।

সিডনী ২৫ নভেম্বর ২০০৯।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment