আমি অমংগল দেখেছি – জাফর হোসেন

আমি অমংগল দেখেছি – জাফর হোসেন

একসময় বাঘে মহিশে জল খেয়েছে এক ঘাটে,
সুর্য উঠেছে পশ্চিমে ,
সাত খুন হয়েছে মাপ এক কথার জোরে ।

মাত্রা হীন সম্পদের পাহাড় আড়াল করেছে সাধারন মানুশের কান্না ।
মানুশ বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
ব্যারিষ্টার – কেনাবেচা তখন মামুলী ব্যাপার
এখোনও কান পাতলে শুনতে পাই সে সব বিক্রিত মানুশের হুক্কা হুয়া
অর্থের প্রচন্ড দাপটে তখন অন্ধ চারিদিক ।
মুল্যবোধের শেষ কনাটুকু তখন যাদুঘরের কাচের মোড়কে দর্শনীয় বস্তু
নানান বংশীয় স্থল দস্যুদের প্রোকোপে জনজীবন অতিশঠ ।

সেই পুরনো চিত্র ইতিহাসের পাতায়, সেই পুরনো গল্প
এভাবেই ইতিহাস ঘুরে ঘুরে আসে, কেউ ফিরে তাকায় না ।
অবশেষে অত্যাচারী রাজা জেল খানায় পচে মরে
তার চামচারা কিছুদিন হুক্কা হুয়া করে ।

তারপর মিশে যায় নতুন তখত ওয়ালার সাথে ।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment