মার্চে সিডনিতে ‘বাংলা মা আমার’

মার্চে সিডনিতে ‘বাংলা মা আমার’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার সিডনিতে এই মার্চে আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলা মা আমার’ নামের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ৫ মার্চ শনিবার সিডনির ক্যাম্পসি ওরিয়ন রিসেপশন সেন্টারে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হবে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ থেকে এ উপলক্ষে শিগগিরই অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি’সহ এ অনুষ্ঠানে আরও অংশ নেবেন মাসরীন বনি।

এই আয়োজনে অংশ নেবেন অভিনয়শিল্পী আজিজুল হাকিম, কাজী উজ্জ্বল, আনিসুর রহমান মিলন, শাহরিয়ার নাজিম জয়, অহনা, নাজিরা ও মৌ। অনুষ্ঠানে জনপ্রিয় ও প্রথিতযশা লেখক, নাট্যকার ও পরিচালক মোহন খান ছাড়াও থাকবেন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পী রাজীব ও মিঠু, ও আলোচিত নাট্যকার জিনাত হাকিম ।

‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটিতে নাচ, গান ও অভিনয়ের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সুমাইয়া সাকী।

‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটির সংগঠক জিনাত হাকিম জানিয়েছেন, সিডনির জনপ্রিয় ব্যান্ড 8 notes-এর গানের আয়োজনটি এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

জিনাত হাকিম আরও জানিয়েছেন, ‘বাংলা মা আমার’ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন তিনি। জিনাত বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল RTV (আরটিভি) এই অনুষ্ঠানটির সহযোগী ব্যবস্থাপনায় রয়েছে।’

তিনি বলেন, Education In Australia ও Kookaburra Australian Standard School স্কুলের সহযোগিতায় এখন এ অনুষ্ঠানের পরিকল্পনা ও সম্পাদনার কাজ এগিয়ে চলছে।

সিডনি’র মাটিতে বিশেষ দিবসের এই আয়োজন সফল করতে যারা উৎসাহ যোগাতে স্পন্সর প্রদান করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পীরা। ‘বাংলা মা আমার’ এর এই অনুষ্ঠানে আগামী ৫ মার্চ, শনিবার ২০১৬ তে সবাইকে আসবার আমন্ত্রণ জানালেন শিল্পীদের পক্ষে সংগঠক জিনাত হাকিম ।

অস্ট্রেলিয়ার বাঙালিরা অনলাইনে এ অনুষ্ঠানের টিকিট পাবেন http://DeshiEvents.com.au এই ওয়েবসাইটে। অনলাইনে টিকেট এর ব্যাপারে যোগাযোগ করা যাবে সাঈদ ফয়েজ অপু’র সাথে এই ফোন নাম্বারে – 0422 691 313। এ ছাড়া অনুষ্ঠানের দিন ভেনু গেটেও টিকিট পাওয়া যাবে। অনুষ্ঠানের ব্যাপারে যোগাযোগ এর জন্য আবিদা – 0469 202 346।

Facebook Events Page: https://www.facebook.com/events/1657208341200162
Online Ticket Purchase Link: http://www.deshievents.com.au/event/independence-day-festival-sydney

Bangla-Ma-Amar-Poster-p


Place your ads here!

Related Articles

Cadet's Day Out 2009 in Sydney

Lets Re-bond, Reflect and Rejuvenate Re‐union of all ex‐cadets living in Australia Sunday 27th September 2009 Parramatta Park Ex‐cadets from

An evening of light: Sur Sandhya

Mark Saturday 18th August 2012 in your calendar for an Enchanting Musical Experience An evening of light, semi-classical and classical

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment