Bangladesh Society of Sydney AGM 2011

Bangladesh Society of Sydney AGM 2011

বাংলাদেশ সোসাইটি অব সিডনী বার্ষিক সাধারণ সভা’ ২০১১ আহ্বান

তারিখঃ ১২ ই জুন ২০১১

প্রিয় সদস্য-সদস্যাবৃন্দ,
আসসালামুআলাইকুম। আশা করছি সকলে কুশলেই আছেন।
গত বছরে আপনাদের সকলপ্রকার সহযোগীতার জন্য আন্তরিকভাবে কৃতঙ্গতা জানাচ্ছি।
আগামী ২৬ শে জুন ২০১১ রবিবার আমাদের সোসাইটির বার্ষিক সাধারণ সভার দিন ধার্য্য করা হয়েছে। সকল সদস্য-সদস্যাদের প্রতি আহ্বান জানাচ্ছি, সভায় উপস্থিত থেকে সভার কার্য্য সম্পাদন করার জন্য।

কোথায়ঃ রকডেল পাবলিক স্কুল
কখনঃ সকাল ১১ টায়

আলোচ্য বিষয়ঃ

একঃ গত বছরের কার্য্যাবলী ও আর্থিক হিসাব- নিকাশ অনুমোদন।
দুইঃ আগামী বছরের (২০১১-২০১২) কার্য্যক্রম ও বাজেট নির্ধারণ
তিনঃ বাংলাদেশ কালচারাল স্কুল রকডেল এর কার্য্যক্রম পরিচালনা
চারঃ আগামী বছর (২০১১-২০১২) এর জন্য কার্য্যকরী কমিটি নির্ব্বাচন।

আমাদের সকলের উপস্থিতি বাংলাদেশ সোসাইটি অফ সিডনী তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের নিজস্ব সস্কৃতি ধরে রাখতে উৎসাহিত করবে। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্যঃ সভা শেষে দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।

আন্তরিক ধন্যবাদান্তেঃ

শফিকুর রহমান চৌধূরী শহীদুজ্জামান আলো
সাধারণ সম্পাদক

2011/pdf/AGM_2011_918115829.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment