Toggle Menu

আগামী ১৪ জুলাই মেলবোর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পুনর্মিলনী

আগামী ১৪ জুলাই মেলবোর্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পুনর্মিলনী

ভালোবাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেলে আসা দিনগুলিকে ঘিরে নস্টালজিক মন নিয়ে একত্রিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনিদের সংগঠন DU Family, Victoria’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের এক পুনর্মিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ই জুলাই ২০১৮। অনুষ্ঠানটি উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টার, ৫৫-৫৭ কুকাবুরা এভিনিউ, ওয়েরিবি, ভিক-৩০৩০ তে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

টুকরো কিছু হাসি-কান্নার স্মৃতি রোমন্থন… এবং ‘ডাকসু’, ‘টি.এস.সি.’, ‘কার্জন হল’ কিংবা ঢা.বি.’র অন্য যে কোনো ক্যাফেটেরিয়ার প্রিয় খাবারের কথা কল্পনায় এনে একযোগে নৈশভোজ করা হবে জানান অনুষ্ঠানের ওয়ারকিং কমিটির পাবলিকেশন টিমের সদস্য মোল্লা মোঃ রাশিদুল হক, জান্নাতুল ফেরদৌস নৌজুলা ও হাসিনা চৌধুরী মিতা।

তারা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে অংশগ্রহন করার আহবান জানান।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment