Chutir Dine Aamra

Chutir Dine Aamra

ছুটির দিনে আমরা…….

চমৎকার একটি দিন ছিল কাল, শনিবার !!

দেশের ছুটি আর প্রবাসের ছুটির মাঝে প্রধান যে পার্থক্য সেটা হোল, প্রবাসে ছুটির দিন গুলিতে জমে থাকে আমাদের ঘরের আর বাজারের কাজ গুলো, যেটা কিনা দেশে থাকতে কাজের লোক কে বুঝিয়ে দিয়ে আরাম করে বেড়াতে চলে যাই !!

প্রবাসে এই ছুটির দিনটিকে পূর্ণাংগ ভাবে উপভোগ করার সুযোগ খুবই কম হয় , সারাদিন ঘরের/বাইরের কাজ শেষে বড়জোর দুপুরে/রাতে দাওয়াত অথবা বাইরে খেতে যাওয়া……

কিন্তু তবুও চেষ্টা করি এমন আমরা একটা দিন বের করার যেদিন সারাটাদিন সব রকম দুশ্চিন্তা মাথা থেকে ঝেরে চলে যেতে পারি এমন কোথাও যেখানে পাব একটু দেশি আমেজ আর মন-প্রান ভরে উপভোগ করব সময় গুলি…..

তেমনি এক দিনের সুযোগ পেলাম হটাৎ করেই !! বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিজবেন এর অর্গানাইজ করা এক মেলা অনুষ্ঠিত হোল গতকাল, কদিন যাবতই আলোচনা শুনছিলাম কিন্তু বুঝিনি কেমন হবে আর আমরাও সময় বের করতে পারব কিনা !

অবাক হয়ে গেলাম ওখানে পৌঁছে !! আরে, এযে দেখি ছোটখাট এক বাংলাদেশ !! কি নেই সেখানে !:-#

কাপড়ের স্টল থেকে শুরু করে খাবারের স্টল, ছোট-বড় মানুষের ভিড়ে উপচায় পড়ছে যায়গাটি…..।

খেলাধূলার ব্যবস্থা, গান-বাজনা, কৌতুক……মজা আর মজা ……:)

তুলি আপা /বাপ্পা ভাইয়ের দোকানের মজার মজার খাবার ( ওনাদের বাংলাদেশী খাবারের দোকান আছে ) আর মনা ভাইয়ের দোকান সুস্বাদু বিরিয়ানি আমাদের একদিকে যেমন খুধা লাগার সুযোগ দিলনা, অন্যদিকে তৃপ্তিতে মন ভরিয়ে দিল!! আরও অনেকের তৈরি নানান রকম খাবার ছিল সেখানে, যেমন, জিলাপী, পাটিসাপটা, ভাপা পিঠা, মুড়ি, সিংগারা ইত্যাদি:P।

মনের সুখে গাইতে লাগলাম,কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা

সারাটা সময় বিভিন্ন স্টল ঘোরা, কেনাকাটা আর বিভিন্ন খাবার খেতে খেতে চল্ল আমাদের আড্ডা !

বাচ্চা গুলিকে দেখে মনে হোল যেন শেকল ভেংগে বেড়িয়ে পড়েছে উন্মুক্ত আকাশের নীচে, খোলা মাঠে কে কত খেলতে/ দৌড়াতে পারে !!:)

সারাটাদিন বিভিন্নরকম বিনোদনের মাঝ দিয়ে কিভাবে যে কেটে গেল টেরই পেলামনা….

মন মোর মেঘের সংগী……
[link|http://www.youtube.com/watch?v=J_XJ57ukd7A&feature=related|Mono Mor Meghero – Tagore Song]

ফেরার সময় গরম গরম চা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দিকে রওনা হোলাম। ধন্যবাদ বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিজবেন কে এরকম চমৎকার এক অনুষ্ঠানের আয়োজন করার জন্য…..

ছবির জন্য কৃতগ্গতা শান শাকিরকে ( Shaan Shakir).

2011/pdf/chutir_dine_amra_738493841.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment