বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান উদযাপন – এডেলেইডে
শুভ নববর্ষ -১৪১৭ বাংলা –
বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়ার সকল সদস্যকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সোসাইটি আনন্দের সাথে জানাচ্ছে যে সোসাইটি আগামী ২৫ শে এপ্রিল ২০১০ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে।
স্থান:- গুডউড কমিউনিটি সেন্টার গুডউড এডেলেইড।
অনুষ্টান সূচিতে থাকছে:-
সোসাইটির সদস্য ও বাংলা স্কুলের ছাত্র – ছাত্রীদের নাচ গান কবিতা আবৃত্তি ছড়া ও আবহমান বাংলার প্রচলিত পরিধেয় জিনিসের ফ্যাশন শো।
সর্বশেষ বাংলার চিরায়ত খাদ্য তালিকার বিপুল সম্ভারের নৈশভোজ।
সোসাইটির সকল সদস্য আমন্ত্রিত প্রবেশ মূল্য সোসাইটির সকল সদস্যদের জন্য ফ্রি। সদস্য ব্যতিত প্রবেশ মূল্য মাথাপিছু ৫০ অস্ট্রে: ডলার ফ্যামেলি ১০০ অস্ট্রে: ডলার।
শুভেচ্ছান্তে
আইরীন চৌধূরী।
সাংস্কৃতিক সম্পাদক
বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাসা )।