এক্স শাহীন এসোসিয়েশন অস্ট্রেলিয়ার পুনর্মিলনী
দেশ থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বি এ এফ শাহীন কলেজ ঢাকা, কুর্মিটোলা, চট্টগ্রাম ও যশোর এর প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ সিডনীর রেড রোজ ফাংশন সেন্টারে গত ৫ ই মে শনিবার সন্ধ্যায় তাদের প্রথম পুনর্মিলনী উদযাপন করে। এক্স শাহীন এসোসিয়েশন অস্ট্রেলিয়ার এই আয়োজনে সভাপতিত্ব করেন এক্স শাহীন নাসিম সামাদ। আহবায়ক লিংকন শফিউল্লাহ সংগঠনটির উদ্দেশ্য ও এর প্রয়াস তুলে ধরেন। ফারিনা মাহমুদ এর উপস্থাপনায় এবং অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকে আগত প্রায় দুই শতাধিক অতিথির অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক অভূতপূর্ব মিলনমেলায়। ঢাকা শাহীন এর প্রাক্তন শিক্ষিকা শামসুন্নাহার বেগম এবং শিক্ষক রফিকুর খান ও উপস্থিত ছিলেন এই আয়োজনে। মনোরম ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ফারিয়া নাজিম, এহসান রেজা সহ এক্স শাহীনরা। স্থানীয় ব্যান্ড কৃষ্টি জমিয়ে তোলে আসর। আগত শিশুদের জন্য সায়রা মির্জা আয়োজন করেন নানারকম কর্মকান্ড। পুরো ইভেন্ট ডেকোরেশন করেছেন সোনিয়া ইসলাম। প্রতিবছর অন্তত একবার পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করে এক্স শাহীনরা শপথ নেন এই অনুষ্ঠানে ।
Related Articles
আমাদের গল্পঃ Untold Stories
আমাদের সবার জীবনেই কোনো না কোনো গল্প থাকে। সেই গল্প কখনো সংগ্রামের, কখনো সাফল্যের। কখনও পাওয়া-না পাওয়ার, কখনও দু:খ-বেদনা কিংবা
অস্ট্রেলিয়াতে সব বাংলাদেশী ইভেন্টের খোঁজ দেবে ‘Gaan Baksho’ ওয়েবসাইট
উৎসব প্রিয় জাতি হিসেবে বাঙালির বরাবরই বেশ সুনাম রয়েছে। প্রতিবছরই আমাদের আশপাশে অনুষ্ঠিত হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান যার মধ্যে
BWSC's Eid Jamat and Qurbani Report
pdf/2010/bwsc_qurbani_eid_news_876662469.pdf ( B)