“নিউক্যাসল বাংলাদেশী প্রিমিয়ার লীগ” এর প্রথম আসর অনুষ্ঠিত

“নিউক্যাসল বাংলাদেশী প্রিমিয়ার লীগ” এর প্রথম আসর অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউক্যাসল এ প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ” নিউক্যাসল বাংলাদেশ প্রিমিয়ার লিগ” ২০১৮ (NBPL 2018). গত ১১ ই নভেম্বর স্থানীয় জেসমন্ড পাব্লিক স্কুল প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হলো । প্রিমিয়ার লিগের মূল পরিকল্পনা এবং আয়োযক হিসাবে ছিলেন আদনান, শিমুল, এবং মোস্তাফিয।

চ্যাম্পিয়ন “স্বোপার্জিত স্বাধীনতা”

চ্যাম্পিয়ন “স্বোপার্জিত স্বাধীনতা”

শুধুমাত্র বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের নিয়ে আয়োজিত এই প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী দলগুলি ছিল “উত্তাল ৬৯”, “অপারেজেয় বাংলা”, “দুর্বার ৭১” এবং “স্বোপার্জিত স্বাধীনতা” । এই চারটি দলের কর্নধার ছিলেন যথাক্রমে সাব্বির সিদ্দিক, সোহানা পারভিন, মোহাম্মদ কাদের, এবং নাজমা ইসলাম। প্রত্যেক দলের কর্নধাররা নিলামের মাধ্যমে ৩২জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্য থেকে নিজ নিজ দলের জন্য ৮জন করে সেরা খেলোয়ার বেছে নেনে। নিলামের সময় তুখোড় খেলোয়াড়দের চড়া মুল্যে কিনে নেয়ার জন্য চারটি দলের মধ্যেই তুমুল প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।

রানার্স আপ “উত্তাল ৬৯”

এরপর স্যান্ডগেট রোডের কুক পার্কে গত ১৮ ই নভেম্বর রবিবার এই চারটি দলের মধ্যে সিক্স-এ-সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সকল খেলোয়াড়, পৃষ্ঠপোষক এবং আয়োজকরা স্বপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও মাঠে উপস্থিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক। বিকালের ফাইনাল খেলায় ‘স্বোপার্জিত স্বাধিনতা’ যোগ্যতর দল হিসেবে ‘উত্তাল ৬৯’ কে পরাজিত করে এই প্রিমিয়ার লীগের প্রথম ট্রফি তাদের ঘরে তুলে নেয়. ‘উত্তাল ৬৯’ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পুরো টুর্নামেন্টে ব্যাটিং এবং বোলিংয়ে দু্র্দান্ত নৈপুন্য প্রদর্শনের জন্য প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন ‘স্বোপার্জিত স্বাধীনতা’ দলের জাভেদ আযাদ এবং ফাইনাল ম্যাচে বিজয়ে অসামান্য ভূমিকা রাখার জন্য ‘প্লেয়ার অব দা ফাইনাল’ হোন একই দলের অধিনায়ক আদনান আল মসি।

পরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের কর্নধারদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। বিজয়ী দলের অধিনায়ক জয়ের জন্য দলীয় ঐক্যের ভূমিকাকে মূখ্য বলে মনে করেন। স্বোপার্জিত স্বাধিনতা দলের কর্ণধার নাজমা ইসলাম আয়োজক, স্পন্সর, খেলোয়াড়, আম্পায়ার, স্কোরার এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে “নিউক্যাসল বাংলাদেশী কমিউনিটি ইনক” এবং “বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউক্যাসল ইউনিভার্সিটি” র নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন. নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসে কর্মময় জীবন ও শত ব্যস্ততার মধ্যেও যারা এই ক্রিকেট খেলা দেখতে এসেছেন তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে প্রিমিয়ার লীগের আয়োজকরা প্রিমিয়ার লীগ সুষ্ঠভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন.


Place your ads here!

Related Articles

সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম পবিত্র ঈদুল আয্হার জামাত অনুষ্ঠিত হয় মিন্টু পুলিশ সিটিজেনস ক্লাবে

আতিকুর রহমান ॥ মুসলিম উম্মাহর দুটি বড় ধর্মীয় উৎসবের অন্যতম হলো ঈদুল আয্হা। মহান আল্লাহর সন্তষ্টি লাভের আশায় পশু কোরবানির

শ্রোতার আসর – গানের ঝর্ণাতলায় – প্রতীতি

৪ নভেম্বর ২০১৭ শনিবার – সন্ধ্যা ৬:৩০ টা লেকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টার

Global Peace : Role of Sheikh Hasina

বিশেষ প্রতিনিধিঃ হারুন রশীদ আজাদ . গতরবিবার ১৯শে মার্চ সিডনি বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের থিয়েটার ভবণে আর্ন্তজাতিক সভার আয়োজন করেছিলেন

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment