অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদ

অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদ

মোরশেদা রওশন সরকার: বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা এনটিবি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেদক আলী গ্রেফতারে গত ৪ই ফেব্রুয়ারী ২০১৫ অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাব আয়োজন করে প্রতিবাদ সমাবেশ দেশের গনতন্ত্র সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বর্তমান সরকারের সম্প্রতি ঘটনা সমূহ প্রবাসে বাংলাদেশের মর্যদা নিচু হয়েছে বলে মন্তব্য করেছেন অষ্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক নেতারা বিশেষ করে এনটিভি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেদক আলীর গ্রেফতারে সরকারের হীন মানসিকতার প্রকাশ পেয়েছে যথাশিগগিরই তার মুক্তির দাবি জানিয়েছেন অষ্ট্রেলিয়ার সাংবাদিক গনমাধ্যম ব্যক্তিবর্গ

এনটিভি অষ্ট্রেলিয়ার প্রতিনিধি অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ শ্রাবণের পরিচালনায় এই প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ জনাব রাশেদ শ্রাবণ বলেন, আলহাজ মোসাদ্দেক আলী বাংলাদেশ সহ পৃথিবীর সকল বাংলা ভাষী জনগনের জন্য সম্পদ তিনি মিডিয়া, সামাজিক কার্যক্রম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সারা পৃথিবীব্যাপী দরিদ্র পথশিশু, হোমলেস জনগন, দেশের নিপীড়িত জনগনের জন্য কাজ করে যাচ্ছেন বিনা স্বার্থে অথচ সরকারের অপরাজনীতির স্বীকার হয়ে গাড়ি পোড়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন যাহা কখনো মেনে নেওয়া যায় না আমরা আশা করব সরকারের সুবুদ্ধি পরিচয় দিয়ে দ্রুত মুক্তি দিবেন

অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জনাব রেজাউল হকের সভাপত্বিতে আর বক্তব্য রাখেন প্রিয় অষ্ট্রেলিয়া প্রতিদিন সাংবাদিক সাইদুর রহমান, এনটিবির সিডনী সাংবাদিক সায়মন সারোয়ার, আপডেট বিডি নিউজ এর সহযোগি সম্পাদক এনসডব্লিউ এ্যাসোসিয়েশনের সম্পাদক আবদুল মতিন, একুশে একাডেমি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা. ওহাব বকুল, বাংলাদেশ ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুন্নি চৈাধুরী ইসমাইল হোসেন প্রমুখ ছাড়া আলহাজ মোসাদ্দেক আলী গ্রেফতারের প্রতিবাদ মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এবিসি বাংলা প্রধান সম্পদক আবদুল মতিন, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, সাংবাদিক লেখক হ্যাপি রহমান , প্রিয় অষ্ট্রেলিয়ার সম্পাদক শুভ আতিকুর রহমান


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment