প্রেস রিলিজঃ ২য় জন্মদিনে অষ্ট্রেলিয়ার বিশিষ্টজনের আগমনে আনন্দঘন পরিবেশ আপডেট বিডি নিউজ

প্রেস রিলিজঃ ২য় জন্মদিনে অষ্ট্রেলিয়ার বিশিষ্টজনের আগমনে আনন্দঘন পরিবেশ আপডেট বিডি নিউজ

শুভ সন্ধ্যা, অষ্ট্রেলিয়া বংলা সমাজের অনলাইন নিউজ আপডেট বিডি নিউজ ডট কমের ২য় জন্মদিন আজ। আনন্দঘন পরিবেশ সন্ধ্যার এই বিশাল আয়োজন মগ্ধ করেছে সিডনী বাংলা কমিউনিটিকে । বলতে গেলে কে নেই? সুশীল সমাজ, রাজনীতিবীদ, সংবাদিক সব কিছু যেন মিলিত হয়েছে আপডেট বিডি নিউজ এর জন্মদিনে। অনুষ্ঠানের প্রথম পর্বে এই আয়োজনে সিডনী বাংলা কমিউনিটির পহ্ম থেকে, তরম্নন প্রজন্ম , সামাজের গন্য মান্য ব্যাক্তিদের নিয়ে আলোচনায় অংশ নেন।

লেকেম্বা শহরের অষ্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতির সাথে যুক্ত এবং সত্মানীয় লিবারেল পার্টির প্রেসিডেন্ট জনাব টিটু। তিনি আবেগ আর ভালোবাসা দিয়ে সিকত করেছেন সমগ্র অতিথীদের। জনাব টিটু তার বক্তব্যে তুলে ধরেন পুরো বাংরা সমাজের আংশিক চিত্র। তার পরেই আসেন তরম্নন প্রজন্মের উদ্যেক্তা ও ব্যাবসায়ী ব্রাইট টট্রাবেলের এম্বাসেডর ফাইজান আহমেদ, সিডনীর বাংলা বর্তমান নিউজ প্রিন্ট বার্সনে প্রথম দেশ বিদেশ পত্রিকার সম্পাদক , বদরম্নল আলম বাংলা বার্তা সম্পাদক প্রনব কুমার এবং ব্যাবসায়ী ফুয়াদ আহমেদ।

২য় জন্মদিনে প্রসানত্ম মহাসাগরের পাশে এই জাকজমক অনুষ্ঠান হারিয়ে যাবেসমগ্র পৃথীবতিে, যেখানে থাকবে শুধু বাংলা ,শুধুই বাংলার কথা।

অষ্ট্রেলিয়া বাংলা সমাজের সকল পেশার কমিউনিটির নেতৃবিন্দুর সাথে প্রধান সম্পাদক জনাব রেজাউল হকের মতবিনিময়।

আয়োজনে কোন কমতি ছিল না। বলতে গেলে প্রথম থেকে শেষ এই যেন নতুন বাংলাদেশ। যেখানে নেই কোন রাগ আছে শুধু প্রীতি আর ভালোবাসা। ২য় জন্মদিনে আপডেট বিডি নিউজকে এই ভাবে বর্ননা দিয়ে যা্চ্েছন অষ্ট্রেলিয়ার বাংলা সমাজের নেতৃবিন্দূ। প্রধান সম্পাদক জনাব রেজাউল হক বিনীত অনুরোধে স্টেজে আসেন বাংলাদেশ মুক্তিযুদ্বা অষ্ট্রেলিয়া কমান্ড সাংসদ এর সভাপতি জনাব আবুল হেলাল উদ্দিন। বংগবন্ধু কাউন্সিল এর সভাপতি জনাব শেখ শামীম এছাড়া যাদের কাছে আমারা সবসময়ই সহযোগিতা পেয়েছি তাদের মধ্যে অন্যতম বাংরাদেশ হাইকমিশন অষ্ট্রেলিয়া ,একুশে অষ্ট্রেলিয়ার সভাপতি অভিজিত বড়-য়া, ক্যাম্বেল টাউন লোকমেলোর সভাপতি ইসমাইল মিয়া, রকডেল বাংলা স্কুলের সভাপতি আলো , দি এসাসিয়েশ অব বাংলাদেশ ভয়েস এর সম্পাদক জনাব পারভেজ মজুমদার, এনএসডবিস্নউ এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ স্টডেন্ট এ্যাসোসিয়েশন এর সেক্রেটারী সাকিল আহমেদ, গ্রেটার নেয়াখালী এ্যাসোসিয়েশনের ডিরেক্টর জনাব শামছুজ্জোহা , লেকেম্বা লিবারেল ইউনিট এর সভাপতি ও সমাজসেবক ব্যাবসায়ী জনাব টিটু , স্পইসী অব লাইফ সত্বাধীকারী রশিদ ভ’ইয়া, ব্রাইট ওয়ার্ল্ড এর সত্বাধীকারী জনাব মকবুল আহমেদ, বনফুল পরিবার সহ সকল বাংলাদেশী কমিউনিটি অষ্ট্রেলিয়া।

উপবিভাগীয় সম্পাদক জনাব রাশেদুল ইসলাম রাজু সমাপনী বক্তব্যে সিডনীর মিডিয়া সমূহের বিশেষ করে বাংলা বার্তা পত্রিকার পুরো পরিবার, দেশবিদেশ, বিদেশ বাংলা ডট কমের সম্পাদক আবদুল মতিন, সুপ্রভাত সিডনী, মুক্ত ন্ঞ, সাদাকালো, সিডনী বাংলা টাইমস, প্রিয় অষ্ট্রেলিয়া , ইলেকট্রনিক মিডিয়া বাংলা ভিশন এর বিশেষ প্রতিনিধি সহ ককল মিডিয়া ও পাঠকদের কে পুরো অনুষ্ঠান সার্থক করার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment