জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দেশে এবং প্রবাসে থেকে অবৈধ সরকারের বিরুদ্ধে সর্বাত্বক আন্দোলন করতে হবে, বললেন মনিরুল হক জর্জ অষ্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপাতি

রাশেদ শ্রাবন সিডনী থেকে:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অষ্ট্রেলিয়া শাখার উদ্যেগে গত ৯ই নভেম্বার রোজ রবিবার সিডনীর লেকম্বো রিমেম্বার হলে অনুষ্ঠিত হয় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সিডনী প্রবাসী বাংলা ভাষীরা ছাড়া ও এই দিবসে উপ¯িথত হয়েছেন অষ্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিধ। এই আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও শহরের জাতীয়তাবদী নেতাকর্মীরা যোগদান করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপ¯িথত থেকে বর্তমান সরকারের তিব্র সমালোচনা করেন সাবেক বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের আন্তর্জতীক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। তিনি বলেন সরকার যেমন অবৈধ তাদের মন্ত্রিপরিষদ থেকে সকল কার্যক্রম ও অবৈধ তাই এই সরকারের বিরুদ্বে দেশে ও প্রবাসে সর্বাত্বক আন্দোলন করে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে। জনাব জর্জ আর ও বলেন বিএনপির সিনিয়র ভাইস চ্যায়েম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে ও যুক্তি খন্ডন করতে না পেরে সরকার দিশেহারা হয়ে আবল তাবল বকছেন। তিনি বলেন তারেক রহমানের উপর সরকারের মিথা ষড়যন্ত্রমূল রাষ্ট্রোদ্রহ মামলা প্রত্যাহার করতে হবে । অষ্ট্রেলিয়া যুবদলের সভাপতি জনাব আবুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অষ্্েরলিয়া বিএনপির সভাপতি জনাব ডা. ওহাব বকুল, সাধারন সম্পাদক ফজলুল হক শফিক, সাধারন সম্পাদক আবদুল মতিন উজ্জল, ছাত্রদলের সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজু , সাধারন সম্পাদক হোসায়েন সারোয়ার সায়মন প্রমুখ। আলোচনা সভার বিশেষ আকর্ষন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ইংরেজীতে প্রামান্য চিত্র্। যা অষ্ট্রেলিয়ার নতুন প্রজন্মের মাঝে ব্যাপক উতসাহ র্সষ্টি করে। বিশষ অতিথী হিসাবে উপসিথত বাংলাদেশ হাইকমিশনের অ্যানারারী কনস্যূালার এন্থনী কূরী , তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অষ্ট্রেলিয়া সফরের দিনগুলোর কথা স্বরন করে সকল প্রবাসীকে দেশের জন্য কাজ করার অনুরোধ জানান ।এই সময় আর ও উপ¯িথত ছিলেন অনুষ্ঠানের কনভেনর সেলিম লকিয়াত, সহ সভাপতি মো জকি সাবেক যবদলের সভাপতি মোবারক হোসেন, জিসাস এর সভাপতি হুমায়ুন কবির ,আশিকুর রহমান আশিক, যুবদলের সহসভাপতি আহছানুক হক ইসমাইল, যুবদল এনএসডব্লিই সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সহ সভাপতি সাইদুল ইসলাম, বিএনপি নেতা মারুফ হোসেন,, ফরহাদ হোসেন, এনামুল হক, সোহেল, নাছিম, সুমন ইকবাল ও আবদুর ছাত্তার প্রমুখ রাতের ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment