Toggle Menu

অষ্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আপডেট বিডি নিউজ ডট কম।

অষ্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আপডেট বিডি নিউজ ডট কম।

সবার আগে – সেরা সংবাদ । বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল আপডেট বিডি নিউজ তৈরী করতে যাচ্ছে নতুন ইতিহাস। অষ্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশীদের জন্য সম্পূর্ন নতুন ধারার আযোজন নিয়ে শুরু করতে যাচ্ছে ২য় প্রতিষ্ঠাবর্ষিকী। সহযোগিতায় থাকছে সিডনীর প্রিন্ট ভার্সনে শীর্ষে থাকা সংবাদমাধ্যম গুলো। বাংলা বার্তা , দেশ বিদেশ, মুক্ত মঞ্চ, সাদা কালো ও সুপ্রভাত সিডনী ছাড়াও সহযোগিতা করতে যাচ্ছে সকল অনলাইন নিউজ পেপার। এই প্রথম বারের মত একই ছাদের নিচে আয়োজিত এই অনষ্ঠিানে থাকছে সংবাদ মাধ্যমের গন্যমান্য সম্পাদক মন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ , ব্যাবসায়ী, লেখক, শিল্পী, সংগঠক, প্রফেশনাল ও উচ্চ পদস্ত সরকারী কর্মকর্তা।এই প্রথম বারের মত সিডনীর সকল পেশার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান তেরী করবে অষ্ট্রেলিয়ার কিমিউনিটির সাথে সংবাদমাধ্যম গুলোর সম্পর্ক। অনুষ্ঠানের আগত গন্যমান্য ব্যাক্তিদের জন্য অনুষ্ঠান থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নকিব খানের লাইভ কনসার্ট। পুরো অনুষ্ঠানটি পরিবেশিত করতে যাচ্ছে দি এ্যসোসিয়েশন অব বাংলাদেশ ভয়েস অষ্ট্রেলিয়া । বিসতারিত জানতে ভিজিট করুন www.updatebdnews.com



Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment