বাংলা একাডেমীর স্কুল এখন লাকেম্বায়
লাকেম্বা বাসীর আশা পুরণ করলো বাংলা একাডেমী
Lakemba, Wiley Park, Punchbowl Belmore সহ অন্যান্য এলাকায়, সার্ভিস দেবার জন্য তৈরী করেছে বাংলা একাডেমী নিজেদের।এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল এপিং এ ২০০৬ সালে। যেখানে বাঙালী প্রায় থাকেনা সে অঞ্চলে জন্ম নিয়েও কাজ করছে প্রতিটি বাঙালীর জন্য। শুধুমাত্র নিজেদের ঐকান্তিক চেষ্টা আর পরিশ্রমের ফলে বাংলা একাডেমী নিজেদের পরিধি বাড়িয়েছে মানুষের সেবার কথা ভেবে। ২০০৭ এ বাংলা স্কুলের দ্বিতীয় শাখা খোলে ব্ল্যাকটাউনে এবং মানুষের অনুরোধে ইঙ্গেলবার্নেও।লাকেম্বা শাখার জন্য গত ২০১১ থেকেই কাজ করছিল একাডেমী। এর মাঝে উল্লেখযোগ্য হলো গত বছরের নভেম্বরে লাকেম্বা লাইব্রেরীর সেমিনার। এখানে জড়ো হয়েছিলেন লাকেম্বা, বেলমোর, ওয়াইলীপাক, পাঞ্চবোল সহ বিভিন্ন এলাকার মানুষ।
উপস্থিত সকলেই একমত পোষন করেছিলেন একটি স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা।বাংলা একাডেমীর পরিচালক শারমিন সফিউদ্দিন এবং আনোয়ার আকাশ উপস্থিত সুধীদের সাথে সেদিন মত বিনিময় করেন এবং এই এলাকায় স্কুল প্রতিষ্ঠার আশ্বাস দেন। মুলত সেই আশ্বাসের সাড়াতেই একাডেমী এ সিদ্ধান্ত নিল।ইতিমধ্যেই একাডেমী কতৃপক্ষ স্থানীয় অনেক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে তাদের সমন্বয় মিটিং করেছে। স্থানীয় লাকেম্বা লাইব্রেরী তাদের এ সেবাকে স্বাগত জানিয়েছে।আগামী ৫ই মে থেকে নিয়মিত এ স্কুলের আসর বসবে পাঞ্চবোল বয়েজ স্কুলে। উল্লেখ্য এ স্কুলে কোন রকম রাজনৈতিক আলাপ আলাচনা হবার অবকাশ নেই। যারা শিখছেন এবং যারা শেখাচ্ছেন, ছাত্র/ছাত্রী এবং শিক্ষকদের আছে সুন্দর সমন্বয়। পুরো সময়টাতে অত্যন্ত যত্ন সহ শেখানো হয়, বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য কে।
পড়ালেখার পাশা পাশি একাডেমী আয়োজন করে থাকে বিভিন্ন শিক্ষামুলক অনুষ্ঠানের। স্কুলের ছেলেমেয়েরা, অভিভাবক ও সমমনা মানুষেরা অংশ নেন সে সব আয়োজনে।সম্প্রতি বাংলা একাডেমীর ব্ল্যাকটাউন শাখা আয়োজন করেছিল বৈশাখী মেলা ১৪২০। বাংলা নতুন বছরের উৎসবের সঙ্গে প্রবাসের বাঙালীদের আছে কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। সে শিকড়ের সন্ধানে বাংলা একাডেমী সব সময় এক ধাপ এগিয়ে।স্কুলের ছেলেমেয়েরা সেজেছিল নানা সাজে।এসো হে বৈশাখ গানের সাথে মেতে উঠেছিল। নতুন প্রজন্মের এ উদযাপন ছিল দেখার মত। ব্ল্যাকটাউন শাখার ডেপুটি প্রিন্সিপ্যাল লুনা চৌধুরীর সমন্বয়ে আয়োজিত এ বৈশাখী মেলায় সকল শ্রেণীর মানুষই আনন্দ করেছে। স্থপতি অনিন্দিতা আহমেদ সমন্বয় করেছেন বৈশাখী সাজের। ফাতেমা ইসলাম সমন্বয় করেন ছোট ছেলেমেয়েদের সাজ সজ্জার।অনিন্দিতা আহমেদ সমন্বয় করেন সেরা সাজে বাঙালীদের যাচাই বাছাই করা। এবং সবশেষে অনন্যা ইসলাম সমন্বয় করেন পুরস্কার বিতরনীর।
সেরা বাঙালী সাজের জন্য বড়দের ও ছোটদের শাখায় পুরস্কার ছিল ১০০ ডলার, ৫০ ডলার ও ২০ ডলারের গিফ্ট ভাউচার ও বিশেষ পুরস্কার। বড়দের শাখায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাজ প্রথম পুরস্কার পান ইমতিয়াজ কায়েস রিশা, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাজে দ্বিতীয় পুরস্কার পান মোস্তাফিজুল কাজী। ছোটদের শাখায় বেগম রোকেয়ার চরিত্রের জন্য প্রথম পুরস্কার সারা হোসেন দ্বিতীয় গ্রাম্য বধু হিসেবে পুরস্কার পেছেয়ে সুকন্যা চৌধুরী ও জাহানারা ইমামের চরিত্রে সাজার জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে আশা হোসেন।
আয়োজনে ছিল বই, খাবার দাবার, সহ দেশীয় দ্রব্য সামগ্রী সহ কিছু স্টল। বই মেলায় পাওয়া যাচ্ছিল ছোটদের ও বড়দের জন্য বিভিন্ন বই। বাংলা দেশের রংপুরের তৈরী দ্রব্য সামগ্রী নিয়ে মামুন মাহমুদের স্টলটি অনেকের নজর কাড়ে। একাডেমীর এ সুন্দর আয়োজন সব শ্রেনীর মানুষের জন্য বয়ে এনেছিল নিবিড় আনন্দ।
বাংলা একাডেমী আগামী ১১ই মে ২০১৩ শীতের পিঠা উৎসবের আয়োজন করেছে। স্টল এর জন্য যোগাযোগ করুন। আপনারা সবাই আমন্ত্রিত।উৎসবের স্থান Epping West Public School, 96 Carlingford Road. সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত। একাডেমীর ওয়েব সাইটে বিস্তারিত পাবেন।ওয়েব সাইটের ঠিকানা www.banglaacademy.com
আমাদের আশা আগামী দিন গুলোতে বাংলা একাডেমী অস্ট্রেলিয়া আমাদের আগামী প্রজন্মের জন্য আরো সুন্দর সুন্দর কাজে আত্মনিয়োগ করবে। বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার জন্য শুভেচ্ছা রইল।
Dear Parents and Students,
Bangla Aca demy Australia is calling for a limited number of students enrolment at our new centre Punchbowl-Lakemba-Wiley Park-Belmore. Students for learning Bangla language, culture and heritage encouraging to contact their email address banglacademy@gmail.com. Classes starting from Sunday, 5th May 2013 and centre will open at 3pm Sharp for all kind registration. This program for Bangla language (NSW students Kg to Yr12), Please confirm by sending an email or calling us with your details mobile 0401065297.
Bangla Academy Australia.
Punchbowl Centre
Phone: 0401 065 297
Location: Punchbowl Boys High School, Kelly St, Punchbowl 2196
Email: banglacademy@gmail.com
Description: Bangla language school. Teaching Bangla language through study of Language, Culture and heritage.
Hours: Sunday from 4:30pm
Contact: Sharmin Shafiuddin, or Anwar Akash 0401 065 297 or
PO Box 133, LAKEMBA NSW 2195
Blacktown Centre
Location: Blacktown Boys High School, Fifth Ave, Blacktown 2148
Hours: Sunday from 10am
Epping Centre
Location: Epping West Public School, 96 Carlingford Rd, Epping 2121
Hours: Saturday from 10:30am