BNP Australia Leader Dr Wahab admited to Canterbury Hospital

BNP Australia Leader Dr Wahab admited to Canterbury Hospital

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল কেন্টারবারী হসপিটালে আইসিউতে – বাংলাদেশ অষ্ট্রেলিয়া কমউনিটিতে শোকের ছায়া

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল গত ২৬ শে মাচ মধ্য রাতে গুরত্বর অসুস্থ অবস্থায় কেন্টারবারী হাসপাতালে নেওয়া হয়। এর পরই কমউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবিন্‌দু উনাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। বাংলাদেশ কমিউনিটি অষ্ট্রেলিয়ার তিনি এক জনা সাদা মনের মানুষ । ধীর্ঘ দিন দরে তিনি কমউনিটির বিভিন্ন কাজে অংশ গ্রহন করে আসছেন। একুশে একাডেমী, ইউনাইটেড সোসাইটি , স্বাধীনতা দিবস মেলা সহ বিভিন্ন সংগঠনে তিনি কাজ করেছেন দহ্মতার সাথে। তার অসুস্থতারখবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া থেকে বিএনপির নেতাকর্মীদের মাঝে আসে এক শোকের ছায়া। তিনি বর্তমানে কেন্টারবারী হাসপাতালের আইসিসিউ ওয়াড ২ নাম্বার বেডে হৃদরোগের ব্লক চিকিতসাধীন আছেন। ডা: ওহাব বকুল বকুল তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

2012/DR_OHABBOKUL_564777006.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment