Bangladesh Association Of NSW Dinner and Cultural Night 2012 News
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস ইনক নৈশ্যভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০১২।
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস ইনক এর আয়োজনে গত১৫ ই জুলাই ২০১২ আয়োজন করে বার্ষিক নৈশভেজ ও সাংস্কৃতিক সন্ধ্যা । সিডনীর ম্যারিকভিল টাউন হলে অনুষ্ঠিত এই নৈশভেজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মহামন্য হাই কমিশনার জনাব লে:জে: মাসুদ উদ্দিন চৈধুরী। বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস এর সভাপতি জনাব এডভোকেট মোবারক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কনসূলেট জেনারেল এনথুনি কুরী ও নিউ সাউথ ওয়েলস এর লেজিসলেটিব কাউন্সিল পার্লামেন্টারী সেক্রেটারী ডেবিড ক্লার্ক। উপাস্থিত দর্শ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে সোনীয়া বেগম ও মুকিট এর উপস্থাপনায়। পুরো অনুষ্ঠানটিকে খুব দহ্মতার সাথে উপস্থাপনার জন্য সোনীয়া বেগম পুরো কৃতিত্বের অধিকারী। পুরো অনুষ্ঠানটি ছিল খুব সাজানো গোছানো তারই প্রশংশা করেছেন প্রধান অতিথী মহামান্য হাই কমিশনার তিনি বলেন সমগ্র অস্ট্রিলিয়াতে এই ধরনের অনুষ্ঠান খুব কমই দেখা যায়, যেটা শুধু মাত্র বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস আয়োজন করে। এই রকম অনুষ্ঠান আমাদেরকে বাংলাদেশের প্রতি ও নতুন প্রজন্মকে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে ব্যাপক ভূমিকা পালন কেরে। এই জন্যই সকল প্রশংসার দাবীদার জনাব মোবারক হোসেন। বিশেষ অতিথী মুখে ও ছিল একই রকম প্রশংশা তিনি বলেন একমাত্র বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাইথ ওয়েলস আয়োজন করে বার্ষিক নৈশ্যভোজ। সভাপতির বক্তব্যে জনাব এডভোকেট মোবারক হোসেন বলেন আমরা সমগ্র অষ্ট্রেলিয়াতে একমাত্র সংগঠন যেখানে বিনোদন, সাংস্কৃতি কিংবা শিহ্মা বিষয়ক কার্যমে সরাসরী অংশ গ্রহন করে। তিনি বলেন প্যারামেটা বাংলা স্কুল কিংবা ম্যারিব ভিল পাঠশালা ছাড়া ও আমরা সফলতার সাথে আয়োজন করেছি গোল্ড কাপ ক্রিকিট টুর্নামেন্ট। আজকের এই অনুষ্ঠানের জন্য তিনি বিশেষ ভাবে কৃতঞ প্রকাশ করেন অনুষ্ঠানের কনভেনিয়র জনাব মো: কাইউম, সেক্রেটারী জেনারেল কাজী এস ইসলাম ফাগুন, জয়েন্ট সেক্রেটারী আবদুল মতিন উজ্জল ,সাইফুল ইসলাম চৈধুরী, পাবলিকেশন সেক্রেটারী মুনিয়া কাইউম , একেএম ফজলুল হক শফিক সহ সলক শুভান্যুধায়ীদের। অনষ্ঠানের কনভেনিয়র জনাব কাইউম উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আর ও সুন্দর অনষ্ঠান উপহার দিবেন বলে আশা প্রকাশ করেন । সাধারন সম্পাদক জনাব কাজী এস ফাগুনের বক্তব্যে তিনি তুলে ধরেন বিগত এক বছরের কর্যক্রমআগামী দিনে এই সংগঠন হবে অষ্ট্রেলিয়ার একমাত্র সংগঠন যেখানে পরিবারের সবার জন্য থাকবে বিনোদন সহ শিহ্মা শূলক কার্যক্রম। কিক্রিট কনভেনিয়র মোশারফ হোছেন বাবু ও কমিউানিটি নেতা জনাব মনিরুল হক জর্জ গোল্ডকাপ কিক্রেটের পুরস্কার বিতরনীতে অংশ গ্রহন করেন । অনুষ্ঠানের দৃতীয় অংশে সকল দর্শকদের মন মাতিয়ে দেন বাংলাদেশের আধুনিক বাংলার কালজয়ী শিল্পি কনক চাঁপা। একে একে তিনি পরিবেশন করেন তার দর্শক মনমুºকর গান গুলো। যে প্রেম স্বর্গ থেকে এস, তুমিমোর জীবনের ভাবনা, অনেক সাধনার পরে। উপস্থিত সবাইকে ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন সভাপতি জনাব এডভোকেট মোবারক হোসেন।