ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার উদ্যেগে তারেক রহমানের ৪৮ তম জন্ম বার্ষিকি উদযাপন

ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার উদ্যেগে তারেক রহমানের ৪৮ তম জন্ম বার্ষিকি উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার উদ্বেগে গত ২০শে নভেম্বর ২০১২ বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্ম বার্ষিকী পালন করে। দলটির অস্থায়ী কার্যালয় ৩০ প্রেসিডেন্ট এভিনিউ কোগরা নিউ সাউথ ওয়েলস, অনুষ্ঠিত এই জন্ম বার্ষিকী সিডনী প্রবাসী জাতীয়তাবাদী শক্তির এক মিলন মেলায় পরিণত হয়। উক্ত অনষ্ঠিানকে ঘিরে সমগ্র অস্ট্রেলিয়াতে ছাত্রদলের ব্যাপক উদ্দ্যেপনা দেখা যায়। ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাজুর আমন্ত্রণে অস্ট্রেলিয়া বিএনপি, যুব দল,ছাত্রদলের নেতা চাড়া ও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি বর্গ ও মিডিয়ার নেতিৃবিন্দু। ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। অনুষ্ঠানের প্রথম অর্ধে ছাত্রদল অস্ট্রেলিয়ার শাখা মোঃ রাশেদুল ইসলাম রাজুর আমন্ত্রণ জানান উপস্থিত অতিথিদের কেক কাটার জন্য । এই সময় অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক জনাব দেলোয়ার হোসেন ছাত্র দল অস্ট্রেলিয়া শাখার নেতৃ-বিন্দুর সাথে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল ”তারেক রহমান ও আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র” নিয়ে সেমিনার। এই সময় ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি ডাঃ ওহাব বকুল, এবং সাধারণ সম্পাদক ফজলুল হক শফিক। এই সেমিনার পরিচালনা করেন ছাত্রদল অস্ট্রেলিয়া সাধারণ সম্পাদক মোঃ হোসাইন সারোয়ার সায়মন। ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সিঃ সহ সভাপতি সাকিল আহমেদের শুভেচ্ছা বক্তব্যের পর ্সহ ভাপতি আবু নাছের, সহ সাধারণ সম্পাদক মারুফ হোছেন, দফতর সম্পাদক রজশ্রী নাথ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আছিফুল ইসলাম রিসাব তুলে ধরেন তারেক রহামানের জীবন ও অদর্শ নিয়ে প্রবন্ধ। প্রধান আলোচক ডাঃ আবদুল ওহাব বকুল তারেক রহমানে কে আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রের নহ্মত্র বলে দাবি করেন।তিনি বলেন সূর্য পূর্বদিকে উঠে যেমন সত্য তেমনি তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে উজ্জ্বল নহ্মত্ররে মত সত্য হয়ে জল জল করছে। হাসিনা সরকারের দিন ঘনিয়ে অসছে বলে মন্তব্য করেন জনাব ওহাব। ছাত্রদল অস্ট্রেলিয়ার সভাপতি জনবা মোঃ রাশেদুল ইসলাম রাজু বলেন, শেখ হাসিনা সরকার তারেক রহমানকে ভয় পায় তাকে তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে কষ্ট দিচ্ছে। এই স্বৈর সরকারের বিচার ছাত্রদলই শুরু করবে। আমরা কিন্তু আর বেশি দিন অপেহবম্ করব না। যত দ্রত সম্ভব তারেক রহমানকে মায়ের কাছে ফিরে আনব এটাই হচ্ছে আজকের দিনে আমাদের অঙ্গিকার। এই সময় আর ও উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া বিএনপির সহ সভাপতি হাবিব, শাহ আলম, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাছান, সাধারণ সম্পাদক আবদুল মতিন উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক ইসমাইল, নজুল ইসলাম ছাত্রল অষ্ট্রেলিযার সহ সাংগঠনিক সম্পাদক তানজিন হাছান ছিদ্দিক, অফজাল, নাদিম হোসন প্রমুখ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনও মধ্যে রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠান মুলতবি ঘেষনা করেন ছাত্রদল অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ রাশেদুল ইসাল রাজু


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment