Queensland's Premiers Funds Relief Appeal by Australia Muslim Welfare Centre
কুইন্সল্যান্ডের বন্যা কবলিত মানুষের সাহার্য্যার্তে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার BBQ পার্টির আয়োজন
আতিকুর রহমান ॥ সম্প্রতি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে র্ঘূনি-ঝড়সহ বন্যায় বহু মানুষ নিহত এবং ঘর-বাড়ী ও ব্যবসা-বানিজ্যের ব্যাপক ক্ষতিগ্র¯’ হয়েছে। গত ৫ ফেব্র“য়ারী শনিবার অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার বন্যা কবলিত মানুষের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ফান্ড রেইজিং ই.ই.ছ পার্টির আয়োজন করেছিল। সম্প্রতি সংগঠন 13-17 Eagleview Road, Minto তে ৫ একর বিশিষ্ট জমি মসজিদ, খেলাধূলার সূবিধাসহ ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার জন্যে (City Council এর অনুমোদন সাপেক্ষে) ক্রয় করেছে। ই.ই.ছ পার্টি উপলক্ষ্যে ক্রয়কৃত জমিতে বিভিন্ন ধরণের পরিষ্কার-পরিছন্নসহ কিছু সংস্কারের কর্ম সম্পন্ন করা হয়েছিল। প্র¯-াবিত সেন্টারের বিশাল জমিতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যš- BBQ পার্টি অনুষ্ঠিত হয়। সসেস ও স্টেক দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। দিনটি ছিল চমৎকার কিš’ প্রচন্ড রৌদ্র ও গরম থাকাতে শিশুদের কিছুটা অসুবিধা হয়। শিশুদের বিনোদনের জন্য জাম্পিং ক্যাসেলের ব্যব¯’া করা হয়েছিল। সিডনীর বিভিন্ন ¯’ান থেকে বাংলাদেশীসহ বিদেশী অতিথি BBQ পার্টিতে শরীক হয়। ই.ই.ছ পার্টিতে ফেডারেল ও স্টেষ্ট এম.পি, ক্যাম্ববেলটাউন কাউন্সিলের কাউন্সিলর, বিভিন্ন মিডিয়ার কর্মকর্তাগন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। ক্যাম্ববেলটাউন এলাকা (Werriwa) থেকে নির্বাচিত ফেডারেল এম.পি Laurie Ferguson, ম্যাকুয়্যারী ফিল্ডস ষ্টেট এম.পি Dr Andrew Dominic MCDONALD, আসন্ন নিউ সাউথ ওয়েলস ষ্টেট নির্বাচনে ক্যাম্বেলটাউন এলাকার লেবার পার্টির পদপ্রার্থী Nick Bleasdale ও লিবারেল পার্টির পদপ্রার্থী, Mr. Brayn Doyle, ক্যাম্ববেলটাউন সিটি কাউন্সিলের মেয়র Mr. Aaron Rule, ক্যাম্ববেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর Mr. Anoulack Chanthivongসহ বহু গনমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিল। ই.ই.ছ পার্টি থেকে অর্জিত অর্থ Queensland’s Premiers Funds Relief Appeal এ প্রেরণ করা ্হবে। আগত অতিথিগণ ফান্ড রেইজিং ই.ই.ছ পার্টিতে বন্যা দূর্গত মানুষের পাশেঁ দাড়ানোর পাশাপাশি পুরোদিন নিজস্ব বিশাল জমিতে কমিউনিটির সকলের সাথে একত্রিত হওয়ার সূযোগ করে দেয়ার জন্য কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানানো হয়।
সামনের সারির ডান থেকে ফেডারেল এম.পি Mr. Laurie Ferguson ও কাউন্সিলর Mr. Anoulack Chanthivong, পিছনের সারির ডান থেকে জনাব শফিক, লিবারেল পার্টির পদপ্রার্থী Mr. Brayn, লেবার পার্টির পদপ্রার্থী Doyle Mr. Nick Bleasdale, জনাব মোফাজ্জল ভূইয়া, ষ্টেট এম.পি Dr Andrew Dominic MCDONALD ও ড. আনিছুল আফছার, বা থেকে দ্বিতীয় মেয়র Mr. Aaron Rule.