Jashim Chowdhury in Hospital
হারুন রশীদ আজাদঃ আমরা মুত্তিুযোদ্ধার সন্তান”র আহবায়ক জসীমউদ্দিন চৌধুরী দীর্ঘদিনধরে জটিল রোগে আত্রুান্ত থাকার পর সম্প্রতি তা থেকে সেরে উঠেছেন বলে জানাযায় । ইতিমধ্যে বাংলাদেশে এবং সিডনিতে তিনি ৭১”র মহামুত্তিুযুদ্ধে শহীদের প্রতি ১মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরুর জন্য সবধরনের সংগঠনগুলিকে বাধ্যতামূলক করার জন্য একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন । জনাব জসীম হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পরলে গত ১০ই ফেব্রুয়ারি পুনরায় কনকর্ড হাসপাতালে ভর্তি হন । তার সাথে কথাবলে জানা যায়যে চিকিৎসকগন চিকিৎসাটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে রাখার প্রস্তুতি নিতে পারে বলে তাকে আভাস দেওয়া হয়েছে । জসীমউদ্দিন চৌধুরীর অসুস্থ¯‘তার সংবাদ পেয়ে সিডনিতে বসবাসরত তার নিকটতম আত্বীয়স্বজন ও বাংলাদেশ কমিউনিটির সমাজসেবী ব্যক্তিত্ত ছুটে যান তাকে দেখতে । ১২ই ফেব্রুয়ারি ব্যরিষ্টার-সলিসিটর আমজাদ খান ,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আঃ হাকিম ,বাংলাদেশ কমিউনিটি কাউনসিলের সভাপতি শাহ আলম ,বাংলাদেশ ইসলামিক সেšটারের কর্মকর্তা আবুল বাশার বেতারবাংলা ও অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জনাব জসীমকে দেখতে যান ।তিনি বাংলাদেশ কমিউনিটির সবার দোয়া কামনা করেছেনা । জসীম উদ্দিন এখন কনকর্ড হাসপাতালে ইষ্ট লেভেল ফাইভ ,কামরা ৩১ এ শয্যাশায়ী রয়েছেন । শুভাকাঙ্ক্ষীরা ফোনেও তার সাথে কথাবলতে পারেন। ফোনঃ ০৪১৯২২৫১৫৩.