Australia AL Seminar on Biswaon Challenge and Gonnotantrik Bangladesh

Australia AL Seminar on Biswaon Challenge and Gonnotantrik Bangladesh

জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সেমিনার ‘ বিশ্বায়নের চ্যালেঞ্জ ও গণতান্ত্রিক বাংলাদেশ ’

পি এস চুন্নু ,সিডনি, অস্ট্রেলিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া ‘ বিশ্বায়নের চ্যালেঞ্জ ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে গত ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘এয়ারপোর্ট হলিডে ইন’ হেটেলের বলরুমে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, এমপি ও প্রধান আলোচক বাংলাদেশ সরকারের আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইনপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট ফজলে রাব্বি এমপি, ও এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালোরাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ অন্যান্যদের আত্মার শান্তি কামনা করে এক দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সেমিনারে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সিনিয়র জয়েন্ট সেক্রেটারী গিয়াস উদ্দিন মোল্লা।

প্রধান বক্তা আইনপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জোট সরকারের আমলে সংঘঠিত অপরাধ-নৈরাজ্য আর অরাজকতার বর্ণনা ও হাল আমলের খতিয়ান বিশ্লেষণ করে বলেন, ‘ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধি আন্দোলনে শামিল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে আর্বিভূত হয়েছে।

প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিশ্বায়নের ইতিবৃত্ত, বিশ্ব রাজনীতির অতীত ও বর্তমান প্রেক্ষিত তুলে ধরে বলেন, ‘ বর্তমান বিশ্বের বাস্তবতায় দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জরুরি’। আওয়ামীলীগের পদক্ষেপ, সংবিধান সংশোধনসহ ধর্মনিরপেক্ষতা বজায় রাখার বঙ্গবন্ধু ফর্মুলার অপূর্ব বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে তার বক্তব্য সকলকে বিমোহিত করে তোলে। বিশ্বায়ন ও তার প্রভাব নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের আধুনিক দৃষ্টিভঙ্গি ও পশ্চিমের সূর্য অস্তাচলে যাবার বর্ননা ছিল মনে রাখার মত।

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক পি এস চুন্নুর পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন এ্যাডভোকেট ফজলে রাব্বি এমপি,এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সাংবাদিকÑকলামিষ্ট অজয় দাসগুপ্ত, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবীন বনিক, সাংবাদিক আকিদুল ইসলাম, ড. আবুল হাসনাৎ মিল্টন,প্যারাম্যাট্টা সিটি কাউন্সিলর প্রবীর মৈত্র, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র উপদেষ্টা ড. বোরহান উদ্দিন, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড. মাসুদুল হক, ও ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক অপু সারোয়ার প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকরসহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

2011/pdf/AwamileagueAustralia_Jatiya_Shokdibosh_11_838431896.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment