NSW State MP নির্বাচনে জনাব মাসুদ চৌধুরী মনোনয়ন প্রত্যাশী
অস্ট্রেলিয়ার এন, এস, ডব্লিউ, ষ্ট্রেট এম.পি নির্বাচনে প্রথম বাংলাদেশী জনাব মাসুদ চৌধুরী মনোনয়ন প্রত্যাশী
বাংলাদেশ কমিউনিটির বহুল পরিচিত ও প্রিয় মুখ জনাব মাসুদ চৌধুরী অষ্ট্রেলিয়ার লেবার পার্টির প্রি-সিলেকশনের ( ষ্ট্রেট এম.পি) ক্যাম্বেলটাউন নির্বাচনী এলাকা থেকে পদ প্রার্থী হয়েছেন।
জনাব চৌধুরী গত ২০ বৎসর যাবত লেবার পার্টির সক্রিয় সদস্য। বিভিন্ন সময় বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জনাব মাসুদ চৌধুরী অষ্ট্রেলিয়াস্থ বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠনের পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে দ্যা গ্রান্জ পাবলিক স্কুল কাউন্সিলের সভাপতি, ম্যাকুয়্যারী ফিল্ডস মাল্টিকালচারাল এডভাইজারি কমিটির সক্রিয় সদস্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল কমিটির সহ সভাপতি ও মিন্টু কমিউনিটি ওয়াচ এর সক্রিয় সদস্য। আগামী সেপ্টেম্বর মাসে ক্যাম্বেলটাউন এলাকার লেবার পার্টির প্রার্থী নির্বাচন করা হবে তখনই জানা যাবে কে মনোনয়ন পেল। সে পর্যন্ত জনাব মাসুদ চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছে। স্থানীয় ফেয়ার ফ্যাক্র গ্র“পের পত্রিকা ম্যাকার্থার এডভাইজার জনপ্রিয়তা যাচাই অনলাইন নিউজপোল অনুযায়ী জনাব চৌধুরী এ পর্যন্ত ৪০% ভোট পেয়েছেন। email to : msdchowdhury@yahoo.com