Basbhumi celebrates 5th birthday in Sydney [in Bangla]

Basbhumi celebrates 5th birthday in Sydney [in Bangla]

সিডনিতে বাসভূমির জন্মোৎসব উদযাপন

পি এস চুন্নু , সিডনি থেকেঃ ১ আগস্ট ২০১০, রোববার সিডনির প্রথম অনলাইন পত্রিকা ‘বাসভূমি’র পাঁচ বছর পূর্তিতে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছিল ভিন্ন রকমের এক উৎসবে। সিডনিস্থ অ্যাশফিল্ডের পোলিশ ক্লাব মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় কবি আবুল হাসনাৎ মিল্টনের প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় বাসভূমির জন্মোৎসব। আলোকিত সন্ধ্যার প্রথম পর্বে শিশু শিল্পী ফাবিহা সিদ্দিকী মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। আরো সঙ্গীত পরিবেশন করেন সিডনির সাংস্কৃতিক সংগঠন ‘লাল সবুজ’-এর শিল্পীরা, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী পাভানা।

মিলনায়তনে উপচেপড়া দর্শকের উপস্থিতিতে বাসভূমি সম্পাদক আকিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পালিত হয় বাসভূমির জন্মোৎসব এবং পাঁচ বছরপূর্তি উপলক্ষে প্রকাশিত আবিদ রহমান সম্পাদিত বিশেষ সাময়িকী ‘এবং/অথবা’র প্রকাশনা উৎসব। ‘এবং/অথবা’ সাময়িকীটি সাহিত্যের নানান ধারার দেশ-বিদেশের ৮৮ জন বাঙালি কবি-লেখকদের লেখায় ঋদ্ধ ও প্রশংসিত হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত লে. জে. মাসুদউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক, বাংলাদেশের আধুনিক সংবাদপত্রের নবধারার জনক নাঈমুল ইসলাম খান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলামিস্ট আবিদ রহমান, কবি ও কলামিস্ট ডা. আহমেদ শরীফ শুভ, ছড়াকার ও লেখক ফজল হাসান, কলামিস্ট শাখাওয়াৎ নয়ন, জেসমিন চৌধুরী, নাসিমা খান মন্টি এবং ‘বাসভূমি’র প্রকাশিকা আবিদা আকিদ রুচি। অনুষ্ঠানে বক্তারা অনলাইন ম্যাগাজিনের পথিকৃৎ ‘বাসভূমি’র জন্মোবার্ষিকীর শুভেচ্ছা জানান ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের এ প্রজন্মের সৃষ্টি সুখের উল্লাসের শিল্পী আগুন। আগুনের সুরের মূর্ছনায় উদ্ভাসিত হয়ে ওঠে সমগ্র মিলনায়তন, উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো আগুনের গান উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে সিডনির ৪৮টি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করে অস্ট্রেলিয়ায় অভিবাসনবিষয়ক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অস্ট্রেলিয়া’ এবং সঙ্গীতানুষ্ঠানে কারিগরি সহায়তা প্রদান করেন সিডনির সাংস্কৃতিক সংগঠন টেম্পেস্ট্রা’র জাহাঙ্গীর কবির বাবলু। অনুষ্ঠান শেষে আকিদুল ইসলাম অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।




Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment