অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এম,মোরশেদ অস্ট্রেলিয়া থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার উদ্দ্যোগে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ৩রা জানুয়ারী ২০১০ শনিবার বেলা ৩টায় সিডনির বনফুলরেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোস্তফা মোরশেদ নিথুন।অনুষ্ঠানে সিডনি বিএনপির বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোস্তফা মোরশেদ নিথুনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ।
নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটি নবীন প্রবীনের সম›¦য়ে এবং ছাত্রদলের কমিটি গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল অস্ট্রেলিয়ার অভিনন্দন জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ বলেন, বর্তমান মহাজোট সরকার নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্র“তি দিয়েছিল তার একটিও রক্ষা করতে পারেনি। তিনি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন- তারা একটি ক্ষেত্র দেখাক যেখানে তারা সফল হয়েছে। তিনি অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করেছে। তারা নিজেদের সব মামলা তুলে নিলেও বিএনপির একটি মামলাও প্রত্যাহার করেনি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলাও এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। একটি গণতান্ত্রিক দেশে সরকারের এ ধরনের আচরণ চলতে পারে না। তিনি বলেন, বর্তমান সরকার দেশের গ্যাস, তেল, খনিজ সম্পদ অন্য দেশের কাছে বিক্রির পাঁয়তারা করছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি সরকারের এই অপচেষ্টা বাস্তবায়ন হতে দেবে না।
অনুষ্ঠানে আরো যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়ার সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুমন, সাবেক সিনিয়র সহ সভাপতি এ.এন.এম মাসুম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মাজনুন হাবিব রনি যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান, ছাত্রদল নিউ সাউথ ওয়েলস শাখার সাধারন সম্পাদক নেসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান মিশু , তুহিন হোসাইন , ইফতেখার রুশু প্রমুখ।