সংসদ নির্বাচনের বিজয়ে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া এক বিশাল বিজয় উৎসবের আয়োজন করে সিডনীতে
প্রেস রিলিজ : তারিখ: ০২/০১/২০০৯
আওয়ামীলীগের যুগান্তকারী বিজয় একসূত্রে গেঁথে দিয়েছে প্রবাসী বাঙালীদের। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ নির্বাচনের বিজয়ে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া এক বিশাল বিজয় উৎসবের আয়োজন করে সিডনীতে। গত ২রা জানুয়ারি ২০০৯ আয়োজিত এই বিজয় সমাবেশে এক মঞ্চে উঠে আসে মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সোসাইটি, ছাত্রলীগ, শেখ হাসিনা মুক্তি পরিষদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ আহ্বায়ক ড. শামস রহমান, ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও শেখ হাসিনা মুক্তি পরিষদ আহ্বায়ক মিজানুর রহমান তরুন, ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি জিয়া আহমেদ, একুশে একাডেমী সাধারণ সম্পাদক ও ww.awamileaguetogovt.blogspot.com অধিকর্তা আল নোমান শামীম, বিশিষ্ট কলামিষ্ঠ অজয় দাশ গুপ্ত, বাংলাদেশ এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি হারুন রশীদ ও ছাত্রলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।
আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা, ডাঃ নুর-উর-রহমান, মুক্তিযোদ্ধা হারুন রশীদ আজাদ, রফিক উদ্দীন, ড. খায়রুল, উসমান গণি, ডাঃ লাভলী রহমান, তারিক আনজাম, মশিউর রহমান হৃদয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, নাট্যকার জন মার্টিন ও এনার স্থানীয় প্রতিনিধি কায়সার আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. রোনাল্ড পাত্র।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার “ভিশন ২০২১” বাস্তবায়নে সমগ্র বাঙালীকে ঐক্যবদ্ধ রাখতে অঙ্গীকার করেন। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ৭২’ এর সংবিধান প্রত্যাবর্তন ও স্বাধীনতা বিরোধীদের বিচার দাবী করেন। সেই সাথে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীগের দীর্ঘমেয়াদী ক্ষমতায়নের বিকল্প নাই বলে অভিমত ব্যক্ত করেন।
আল নোমান শামীম
সদস্য, তহবিল ও মিডিয়া
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া।