বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
বাংলাদেশের ৩৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখা গত ১৯ এপ্রিল , রবিবার সন্ধ্যা ৬টায় এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রোজবেরীস্থ গ্রীন স্কয়ার কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ এবং গত ২৫ ফেব্র“য়ারী পিলখানায় বিডিআর বিদ্রোহে বর্বরোচিতভাবে নিহত সেনাকর্মতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. ওয়ালিউর রহমান।
ডা. আব্দুল ওয়াহাব বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একেএম ফজলুল হক শফিক, মোহাম্মদ আকতারুজ্জামান, এডভোকেট মোবারক হোসেন, ইকবাল জুয়েল, জাহাঙ্গীর কবির বাবলু, আবুল হোসেন, মোহাম্মদ কাইউম, মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মানড়বান ও সালাউদ্দিন জিনড়বাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির আন্ত র্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন একেএম শামসুজ্জামান ও লিয়াকত আলী স্বপন। সভা পরিচালনা করেন ডা. জাহিদুল ইসলাম।
বক্তারা স্বাধীনতাযুদ্ধ্ েবিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়ার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরন করেন। তারা বলেন, সেদিন জিয়া স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশ নামক রাস্ট্রের জন্ম হতো না। আর আজ সেই জিয়ার দল বিএনপি ও তাঁর পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্প্রতি ঘটে যাওয়া পিলখানা ট্রাজেডিকে ভিনড়বখাতে প্রবাহিত করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ী থেকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার প্রয়াস।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম জিয়ার ক্যান্টনমেন্টস্থ বাড়ীর লিজ বাতিলের হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি বিডিআর সদর দপ্তরে বর্বরোচিত সেনাকর্মকর্তা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত রিপোর্টের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানেরও দাবী জানান।
প্রধান অতিথি মনিরুল হক জর্জ বলেন, বাংলার জনগন তাদের জীবন দিয়ে হলেও জিয়া পরিবার এবং বিএনপিকে সকল ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করবে। তিনি বিএনপির এই দুর্দিনে অস্ট্রেলিয়ায় জিয়ার আদর্শে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।
আলোচনা পর্বের পর উপস্থিত সকলকে রাতের খাবার পরিবেশন করা হয়। খাবারের বিরতির পর ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাসিম হুসাইন, রিফাত ফাতেমা বিতা, নওশীন, মোহাম্মদ আব্দুস সাত্তার ও গাজী সাখাওয়াত আরিফ। তবলায় ছিলেন জাহিদ হাসান। সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন জাসাস অস্ট্রেলিয়ার সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু। সবশেষে সংগঠনের সভাপতি ডা. আব্দুল ওয়াহাব সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
please find below attached pdf file for full article with photos.