বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে স্থাপিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল অস্ট্রেলিয়া শাখা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে স্থাপিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল অস্ট্রেলিয়া শাখা

এম মোরশেদ, সিডনি থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া সভাপতি মোসলেহউদ্দিন আরিফ ও অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটকে স্থাপিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

ছাত্রদল অস্ট্রেলিয়া সভাপতি মোসলেহউদ্দিন আরিফ, ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেছেন, বর্তমান সরকার সবকিছুর মতো ইতিহাস দখলের পাঁয়তারা করছে। তাদের এই হীন মানসিকতার ফল কখনই শুভ হবে না। তিনি বলেন, সরকারের ইন্ধনে পরিকল্পিতভাবে জিয়ার এই ম্যুরাল ভাঙা হয়েছে। এর আগেও জিয়া ও খালেদার নাম ইতিহাস থেকে মুছে ফেলার জন্য তারা একের পর এক ম্যুরাল ভেঙেছে। ম্যুরাল ভেঙে জনগণের মন থেকে জিয়াকে মুছে ফেলা যাবে না। ইতিহাসে শেখ মুজিবের স্থান নির্ধারিত, শেখ মুজিবের অবস্থান কেউ অস্বীকার করে না। তবে আওয়ামী লীগ তাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে মুজিবকে খাটো করছে। অবিলম্বে জাতীয় স্টেডিয়ামে ম্যুরালটি পুনঃস্থাপনের দাবি জানান তিনি।

যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক বলেন, আওয়ামী লীগ সরকার চায় না দেশে শেখ মুজিবের বাইরে অন্য কারো স্মৃতি সংরক্ষণ থাকুক। তাই গভীর রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। আমাদের আশঙ্কা কবে বঙ্গভবনে সংরক্ষিত প্রতিকৃতি ও স্মৃতিও তারা ভেঙে ফেলে আওয়ামীলীগ সরকার দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে। এখন তাদের কার্যকলাপে দিনবদলের ছোঁয়া নেই। তিনি বলেন, আওয়ামীলীগের কাউন্সিলে প্রতিহিংসার রাজনীতি বন্ধের কথা বলা হয়েছে, কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই। অবিলম্বে খালেদা জিয়ার মুরাল ও ভাস্কর্য প্রতিস্থাপনের দাবি জানান এবং বাংলাদেশে বর্তমান সরকার কর্তৃক বিরোধীদের উপর অত্যাচার নির্যাতন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আর ও যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে অস্ট্রেলিয়া যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রানা , যুবদলের নেতা আশরাফুল আলম রনি, যুগ্ম আহবায়ক রাশেদুল হক ,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুমন , সিনিয়র সহসভাপতি এ.এন.এম. মাসুম, সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি ফারুক হোসেন,নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি হাসান আল মামুন , সাধারন সম্পাদক মোস্তফা নিথুন, কাজী হাসান , মাজনুন হাবিব রনি, আরফিন রোমিও, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহিম, সজিব আহমেদ, সর্দার মো: খালেদ অন্যতম।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment