প্রেস রিলিজ: টেম্পির বৈশাখী মেলায় এবার বিপুল জনতার ঢল

প্রেস রিলিজ: টেম্পির বৈশাখী মেলায় এবার বিপুল জনতার ঢল

বঙ্গবন্ধু পরিষদ অস্টেণ্ডলিয়া কতৃক গত ১১ই এপ্রিল ২০০৯ সিডনীর টেম্পি পার্কে আয়োজিত বৈশাখী মেলা এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। ধারনা করা হয় এবার উপস্থিতির সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি পৌছেছিলো। মেলার আশেপাশে পার্কিং সল্পতার কারনে সন্ধ্যার দিকে প্রিন্সেস হাইওয়ের হলবিচ ট্রাফিক লাইটের উভয় ডিরেকশনে প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে গাড়ীর জ্যাম লেগে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে এই জ্যাম দুরীভূত হয়। পার্কিং সল্পতা বরাবরই এই মেলার একটি অন্যতম সীমাবদ্ধতা। অবস্থানগত কারনে যদিও সমস্যাটি এড়ানো অত্যন্ত কঠিন, তবুও ভবিষ্যতে এই ব্যাপারটি লাঘবের জন্য আমরা গভীরভাবে ভাবছি।

বিস্তারিত পড়তে নিচের পিডিএফ ফাইলে ক্লিক করুন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment